বাকী ম্যাচগুলো নিজেদের জন্য খেলতে চান মাহমুদুল্লাহ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে এখন পর্যন্ত সাতটি ম্যাচে ছয়টিতেই হেরেছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। গ্রুপ পর্বে বাকী আছে পাঁচটি ম্যাচ। প্লে অফের সম্ভাবনা নেই বললেই চলে। বাকী ম্যাচগুলো অন্তত নিজেদের জন্য হলেও ভালো খেলতে চান টাইটান্স দলপতি।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২১৪ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ব্যর্থ হয়ে পুরস্কার বিতরণীতে জানিয়েছেন এমনটাই। যদিও লক্ষ্য তাড়ায় ২৬ বলে ৫০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি। তবে এই ইনিংস এখন তাঁর কাছে পুরোই মূল্যহীন।
'রান করার পরেও যদি দল হারে, তাহলে রান করাটা কাজে আসে না। আমাদের জন্য প্লে অফের সমীকরণ আরও কঠিন হয়ে গেল। এখন খুবই কম সুযোগ আছে আমাদের। আমাদের এখন নিজেদের জন্যে হলেও খেলা উচিত।'
বড় লক্ষ্য তাড়ায় ১৮ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় খুলনা। হারের কারণ হিসেবে দ্রুত উইকেট পতনকে দায়ী করেছেন মাহমুদুল্লাহ। এছাড়া মুশফিকদের ২০০ রানের মধ্যে না আটকাতে পারা বোলারদের ব্যর্থতা বলে মনে করছেন তিনি।
'আপনি যখন ২১৪ রানের বিশাল লক্ষ্য অতিক্রম করবেন তখন আপনার প্রথম বল থেকেই ভালোভাবে খেলা উচিত। উইকেট ব্যাটিং উপযোগী ছিল অবশ্যই। কিন্তু আমাদের উচিত ছিল তাঁদের ১৯০-২০০ রানের মধ্যে বেঁধে রাখা।'