promotional_ad

চিটাগংয়ের দুর্দান্ত জয়, হারের বৃত্তে খুলনা

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবার সন্ধ্যার খেলায় খুলনা টাইটান্সকে ২৬ রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। আগে ব্যাট করে খুলনার বিপক্ষে রানের পাহাড় গড়েছে চিটাগং ভাইকিংস। 


নির্ধারিত বিশ ওভারে চিটাগং সংগ্রহ করে চার উইকেট হারিয়ে ২১৪ রান। জবাবে আট উইকেটে ১৮৮ রানে থামে খুলনার ইনিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আবু জায়েদের শিকার হয়ে শুন্য রানে সাজঘরে ফেরেন খুলনার ওপেনার পল স্টার্লিং।


এরপরে তৃতীয় ওভারে আল আমিনকেও (৫) সাজঘরে ফেরান আবু জায়েদ। এদিনে ব্যর্থ হয়েছেন জুনায়েদ সিদ্দিকী (১২)। খালেদ আহমেদের বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।


শুরুতে তিন উইকেট পড়লেও আগ্রাসী ক্রিকেটে রান বাড়িয়ে নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং ব্রেন্ডন টেইলর। কিন্তু ১৬ বলে দুই চার ও সমান ছক্কায় ২৮ রান করে নাঈম হাসানের বলে ফিরেছেন টেইলর।


এর একটু পরেই ফিরেছেন মাহমুদুল্লাহ। ২৬ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৫০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে ক্যামেরন ডেলপোর্টের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।



promotional_ad

ডেলপোর্টের বলে শানাকার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন আরিফুল হকও (১১)। শেষদিকে ডেভিড ভিসে দুটি চার ও চারটি ছক্কার সহায়তায় ২০ বলে ৪০ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন। 


কিন্তু ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গিয়েছে খুলনা। এই হারের মাধ্যমে মৌসুমে সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে মাহমুদুল্লাহর দল।
 
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আহমেদ শেহজাদ ও ক্যামেরন ডেলপোর্ট দেখেশুনে খেলতে শুরু করেন। তবে ডেলপোর্ট ১৩ রান করে শরিফুলের বলে ডেভিড ভিসের হাতে ক্যাচ দিলে এই জুটি ভাঙে।


এরপর শেহজাদের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৫.৩ ওভারে দলীয় অর্ধশতক পূরণ হয় চিটাগংয়ের। শেহজাদ মাত্র ১৭ বলে ৩৩ রান করে তাইজুলের বলে উইকেটের পেছনে টেইলরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।


শেহজাদের ফেরার পর দারুণ এক জুটি গড়েন মুশফিক ও ইয়াসির। এই দুজনের ব্যাটে ১১.২  ওভারে দলীয় শতক পূরণ হয় চিটাগংয়ের। ইয়াসির আলী মাত্র ৩৪ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন।


মুশফিক-ইয়াসিরের জুটি ভেঙেছেন ডেভিড ভিসে। ৫৪ রান করা ইয়াসির উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে ক্যাচ দিয়েছেন খুলনার উইকেটরক্ষক টেইলরের হাতে। ইয়াসির ফেরার পর মুশফিকও মাত্র ২৯ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন।


মুশফিক ৩৩ বলে ৫২ রান করে ভিসের দ্বিতীয় শিকার হয়েছেন। শেষদিকে শানাকার অপরাজিত ১৭ বলে ৪২ ও নাজিবুল্লাহ জাদরানের ৫ বলে ১৬ রানের ক্যামিওতে রানের পাহাড় গড়ে চিটাগং। 



সংক্ষিপ্ত স্কোরঃ


চিটাগং ভাইকিংসঃ ২১৪/৪ (২০ ওভার)
(মুশফিক ৫২, ইয়াসির ৫৪; ভিসে ২/২৬)


খুলনা টাইটান্সঃ ১৮৮/৮ (২০ ওভার)
(মাহমুদুল্লাহ ৫০, ভিসে ৪০; আবু জায়েদ ৩/৩৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball