'দেশি-বিদেশি না, আমরা রাজশাহী কিংস'

ছবি: রাজশাহী কিংস

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দেশি কিংবা বিদেশি হিসেবে কোনও ক্রিকেটারকে আলাদা করে দেখার পক্ষপাতী নন রাজশাহী কিংসের অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।
তাঁর বিশ্বাস, রাজশাহীর প্রত্যেক ক্রিকেটারই দলের প্রতি যথেষ্ট নিবেদিত। আর সেই কারণেই ভালো করার তাগিদ নিয়ে দেশিদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও চেষ্টা করছেন পারফর্ম করার। নাফিস বলেছেন,
'আমরা রাজশাহী কিংস বিশ্বাস করি, বিদেশি বা দেশী নয় আমরা সবাই রাজশাহী কিংসের খেলোয়াড়। সবাই রাজশাহী কিংসের জন্য খেলছি। যেদিন যে ব্যাটে-বলে ভালো পারফর্ম করবে, তার উপরই দায়িত্বটা পড়বে।'

এখন পর্যন্ত ৬ ম্যাচের ৩টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থতে অবস্থান করছে রাজশাহী কিংস। তবে নাফিসের বিশ্বাস আগামী ম্যাচগুলোতে দলের ১১ জন ক্রিকেটারই নিজেদের সামর্থ্য অনুযায়ী ভালো খেলবে এবং পারফর্ম করতে সক্ষম হবে,
'আমরা আশা করি আমরা ১১ জন সবাই মিলে ভালো খেলবো এবং ভালো পারফর্মেন্স দিতে পারবো সামনের দিকে', বলেছেন নাফিস।
উল্লেখ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগামী ২১শে জানুয়ারি মাঠে নামবে রাজশাহী কিংস। নিজেদের সর্বশেষ ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে ২০ রানে হারিয়েছিলো রাজশাহী কিংস।অপরদিকে খুলনা টাইটান্সকে গত ম্যাচে ৩ উইকেটে হারিয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
'রাজশাহী কিংস স্কোয়াড-
শাহরিয়ার নাফীস, মমিনুল হক, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জনকার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভান্স, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি।