হারলে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়তামঃ মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেটের বিপক্ষে চার উইকেটের জয় দিয়ে টানা তিন ম্যাচ পর পরাজয়ের শিকল ভাঙ্গতে সক্ষম হয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। তবে পরাজিত হলে যে টুর্নামেন্টে টিকে থাকাই কষ্টকর হতো তাদের তা বলাই বাহুল্য। আর এই কারণেই জয়টি বেশি স্বস্তি দিচ্ছে মাশরাফিকে।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রাইডার্স অধিনায়ক জানিয়েছেন সিলেটকে হারানোর পর পুরনো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তাঁর দল। তবে জয়ের পথটি যে সহজ ছিলো না সেটাও স্বীকার করেছেন তিনি। মাশরাফি বলেছেন,

'আমরা যদি এই ম্যাচটি হারতাম তাহলে হয়তো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়তাম। আমরা কঠিন পথ বেছে নিয়েছিলাম জয়ের জন্য। তবে এটি ভালো হয়েছে যে আমরা আমাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।'
বিশ্বের তারকা ব্যাটসম্যানদের নিয়েই গঠিত রংপুরের টপ অর্ডার। ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশোর সাথে এবার যোগ দিয়েছেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সও। সুতরাং ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করায় এই চার ব্যাটসম্যানদের ওপরেই বেশি ভরসা রেখেছিলেন মাশরাফি। তাঁর ভাষায়,
'আমাদের ব্যাটিং পরের দিকে খুব বেশি শক্তিশালি নয়, তবে আমাদের প্রথম চার জন ব্যাটসম্যান বিশ্বের সবথেকে ধ্বংসাত্মক খেলোয়াড়। সুতরাং আমাদের আত্মবিশ্বাস ছিলো যে যদি আমরা উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৬০-৬৫ রান করতে পারি তাহলে জয় পাবো। কারণ আমাদের এবি ছিলো।'
গত কয়েকটি ম্যাচেই তীরে এসে তরী ডোবানোর নজীর রেখেছে রংপুর। এবারও একটা সময় মনে হচ্ছিলো জয়ের খুব কাছে এসেও খালি হাতে ফিরতে হবে। কিন্তু শেষ ৪ বলে যখন ৪ রান প্রয়োজন ছিলো তখন অলোক কাপালির তৃতীয় বলে চার মেরে ম্যাচ জিতিয়ে ফেরেন ফরহাদ রেজা। আর সেই কারণে তাঁকে কৃতিত্ব দিতে ভোলেননি অধিনায়ক মাশরাফি।
'আমরা যথেষ্ট ভাগ্যবান যে শেষ করতে পেরেছি। গত কয়েকটি ম্যাচে আমরা তা পারিনি। আজ সম্ভাবনা ৫০-৫০ ছিলো। কৃতিত্ব অবশ্যই ফরহাদকে দিতে হবে তাঁর এভাবে খেলার জন্য,' ম্যাচ শেষে বলেন রংপুর দলপতি।