ডি ভিলিয়ার্সের ষ্ট্যাম্প ভাঙ্গলেন তাসকিন

ছবি: তাসকিন আহমেদ

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ১৯৪/৪ (২০ ওভার) (সাব্বির-৮৫, পুরান-৪৭*; মাশরাফি- ২/৩১, শফিউল-১/৪৩)
রংপুর রাইডার্সঃ ১৫৩/৪ (১৬ ওভার) (মিঠুন-৬*, নাহিদুল- ৯*; তাসকিন- ২/৩১, ইরফান-১/২৭)
টসঃ রংপুর রাইডার্স (বোলিং)
ভয়ঙ্কর ডি ভিলিয়ার্সের বিদায়ঃ
পাদপ্রদীপের আলোয় থাকা এবি ডি ভিলিয়ার্স নিজের অভিষেক বিপিএল ম্যাচে ব্যাট হাতে দারুণ খেলছিলেন। মাত্র ২১ বলে ৩৪ রান করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ১৪তম ওভারে বোলিংয়ে এসে তাঁর ষ্ট্যাম্প উড়িয়ে দিয়েছেন সিক্সার্স পেসার তাসকিন।
এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে তাসকিনের বলটি মারতে চেয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু সেটি মিস করায় ষ্ট্যাম্পে আঘাত হানে। প্রোটিয়া এই তারকা ব্যাটসম্যানের উইকেটটি হয়তো তাসকিনের জন্য স্মরণীয় হয়েই থাকবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের স্কোর ৪ উইকেটে ১৫৩।
অর্ধশতক হাঁকিয়ে ফিরলেন রুশোঃ

তিনবার সুযোগ পাওয়া রাইলি রুশোকে অবশেষে ফিরিয়েছেন সিক্সার্স পেসার তাসকিন আহমেদ। ১৪তম ওভারের প্রথম বলটিতে উইকেটরক্ষক লিটন কুমার দাসের হাতে রুশোকে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তাসকিন।
তবে আরও আগেই আউট হতে পারতেন রুশো। কেননা তাঁকে তিনবার সুযোগ দিয়েছেন সিলেট ফিল্ডাররা। তাসকিনের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ক্যাচ তুলেছিলেন রুশো। কিন্তু ক্যাচটি ধরতে পারেননি উইকেটরক্ষক জাকের আলি। ব্যাটের কানায় লেগে কিপারের কাছে চলে গিয়েছিলো বলটি।
এরপর সন্দীপ লামিচানের চতুর্থ ওভারের শেষ বলে দ্বিতীয় ক্যাচ তোলেন রুশো। এবারও ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের কাছে গিয়েছিলো বলটি। কিন্তু ধরতে ব্যর্থ হন জাকের। পরবর্তীতে তাঁকে সরিয়ে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয় লিটন কুমার দাসকে।
ইনিংসের ষষ্ঠ ওভারে আবারও সুযোগ দেন রুশো। তাসকিনের করা ওভারের পঞ্চম বলটি মিড অন অঞ্চলে উড়িয়ে মারতে গিয়েছিলেন রুশো। সেখানে দাঁড়িয়ে ছিলেন ক্যারিবিয়ান নিকোলাস পুরান। কিন্তু বলটি লুফে নিতে পারেননি তিনি। তাঁর হাতে লেগে সীমানা পার হয়ে গিয়েছিলো বলটি শেষ পর্যন্ত।
রুশোর চতুর্থ অর্ধশতকঃ
এবারের বিপিএলে নিজের চতুর্থ অর্ধশতক তুলে নিয়েছেন রংপুর রাইডার্সের প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো। মাত্র ৩১ বলে ৮টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৫০ রান করেন তিনি।
হেলসকে ফেরালেন কাপালিঃ
সপ্তম ওভারের পঞ্চম বলে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে আউট করেছেন সিলেটের স্পিনার অলোক কাপালি। ৩৩ রান করে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দিয়েছেন হেলস। কাপালির করা বলটি ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে মিড উইকেট অঞ্চলে লিটনে হাতে ধরা পড়েন ইংলিশ এই তারকা।
শুরুতেই গেইলের বিদায়ঃ
সিলেট সিক্সার্সের ছুঁড়ে দেয়া ১৯৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে কোনও রান করার আগেই বিদায় নিতে হয়েছে হার্ডহিটার ক্রিস গেইলকে। সিলেটের পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ ইরফানের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
ইরফানের করা বলটি ফ্লিক করতে চেয়েছিলেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। কিন্তু ব্যাটের কানায় লেগে পয়েন্ট অঞ্চলে সাব্বিরের হাতে ধরা পরতে হয় তাঁকে।
সিলেট সিক্সার্স একাদশঃ
লিটন কুমার দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অলোক কাপালি, জাকের আলি, মেহেদি হাসান রানা, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, তাসকিন আহমেদ।
রংপুর রাইডার্স একাদশঃ
ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল হাসান, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, সোহাগ গাজি।