promotional_ad

যে কোন ফরম্যাটে খেলতে চাইঃ হ্যান্ডসকম্ব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় দলের হয়ে যে কোন ফরম্যাটে খেলতে নিজেকে প্রস্তুত রাখতে চান অস্ট্রেলিয়ান ডানহাতি ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। লাল বলের ক্রিকেট কিংবা সাদা বলের ক্রিকেট, যেই ফরম্যাটেই হোক দেশের হয়ে রান করে যেতে চান ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।


ভারতের বিপক্ষে অ্যাডিলেড এবং পার্থ টেস্টে ছিলেন হ্যান্ডসকম্ব। কিন্তু ব্যাট হাতে তেমন রান করতে পারেননি তিনি। যে কারণে মেলবোর্ন টেস্টে দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। এরপর বিগ ব্যাশ লিগে ব্যাট হাতে ৭০ রানের ইনিংস খেলে আবার এসেছেন সিডনি টেস্টে।



promotional_ad

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার হয়ে সিরিজের সর্বোচ্চ রান হ্যান্ডসকম্বের। আপাতত সীমিত ওভারের ফরম্যাটের দিকেই দৃষ্টি দিচ্ছেন তিনি। এখানে রান করতে দীর্ঘ পরিসরের ফরম্যাটেও নিজেকে মেলে ধরতে পারবেন, বিশ্বাস অস্ট্রেলিয়ার হয়ে ১৬ টেস্ট খেলা হ্যান্ডসকম্বের।


'কোন রানই ভালো। আমি অস্ট্রেলিয়ার হয়ে যে কোন ফরম্যাটে খেলতে চেষ্টা করছি। যদি আমি ওয়ানডেতে ভালো করি তাহলে সেটা ভালো। লাল বলের ক্রিকেটের জন্য নিজেকে পুনরায় প্রস্তুত করতে পারব। কিন্তু এই মুহূর্তে আমি সাদা বলের ক্রিকেটের দিকেই মনোযোগ দিচ্ছি,' শনিবার বলেছেন হ্যান্ডসকম্ব।


সাদা পোশাকের ক্রিকেটে হ্যান্ডসকম্বের অভিষেক হয়েছিল ২০১৬ সালে। ২০১৭ সালে ওয়ানডে ফরম্যাটে অজিদের হয়ে অভিষেক হলেও একাদশে নিয়মিত জায়গা হয়নি তাঁর।



১১টি ওয়ানডে খেলেছেন তিনি। ৩০ গড়ে রান তুলেছেন মাত্র ৩০০, যেখানে তিনটি অর্ধশতক রয়েছে হ্যান্ডসকম্বের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball