promotional_ad

ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড অনূর্ধ্ব -১৯ দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুব দলের নিয়মিত অধিনায়ক তৌহিদ হৃদয়কে বিপিএলের কারণে পাচ্ছে না অনূর্ধ্ব-১৯ দল। এছাড়া দলের অন্যতম পেসার শরিফুল ইসলামও খেলবেন না ইংল্যান্ড যুব দলের বিপক্ষে।


হৃদয়ের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলি। অলরাউন্ডার শামিম হোসেন পালন করবেন সহঅধিনায়কের দায়িত্ব। যুব দলে জায়গা পেয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।



promotional_ad

বিপিএলে সিলেট সিক্সার্স দলে খেলছেন হৃদয়। প্রথম ম্যাচে ভালো না করার পর এই ব্যাটসম্যান আর সুযোগ পাননি ম্যাচ খেলার। তবুও তাঁকে ছাড়তে নারাজ ফ্র্যাঞ্জাইজিটি। শরিফুল খেলছেন খুলনা টাইটান্সে। ঘরোয়া ক্রিকেট থেকে ‘এ’ দল, গত কয়েক মাসে সব জায়গায় বেশ ভালো পারফর্ম করলেও বিপিএলে এখনও পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি ১৭ বছর বয়সী বাঁহাতি পেসার। ৫ ম্যাচে উইকেট নিয়েছেন দুটি।


পূর্নাঙ্গ যুব সিরিজ খেলতে রোববার ঢাকায় আসছে ইংল্যান্ড যুব দল। এ দিনই দল চলে যাবে কক্সবাজারে। সেখানে ২৫ জানুয়ারি একটি গা গরমের ম্যাচ খেলবে দুই দল। সিরিজের একমাত্র যুব টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৭ জানুয়ারি।


যুব ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৯ ও ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। ৪ ফেব্রুয়ারি দুই দল কক্সবাজার থেকে যাবে চট্টগ্রামে। প্রথম যুব টেস্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি, পরেরটি ১৫ ফেব্রুয়ারি। ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবে ইংলিশরা।



বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ আকবর আলি (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসাইন, মাহমুদুল হাসান, অমিত হাসান, রকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, শাহাদাত হোসেন, রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহিন আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব।


স্ট্যান্ড বাইঃ সাজিদ হাসান সিয়াম, মিজানুর রহমান মোহনা, মুজাক্কির হুসাইন, আসাদুল্লাহ হিল গালিব, ফজলে রাব্বি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball