promotional_ad

প্রতিশোধের মিশন মাহমুদুল্লাহদের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ঢাকা পর্বে চিটাগং ভাইকিংসের বিপক্ষে খুলনা টাইটান্সের ম্যাচ সুপার ওভারে গড়িয়েছিল। যদিও জয় নিয়েই মাঠ ছেড়েছিল চিটাগং। সিলেট পর্বে আবারও দুই দল মুখোমুখি হচ্ছে। শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।


এই ম্যাচে জয় দিয়ে প্রতিশোধ নেয়ার সুযোগ রয়েছে টাইটান্সদের। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ১ জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে মাহমুদুল্লাহ রিয়াদের দল। অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন চিটাগং ভাইকিংস।


দুই দলের লড়াইয়ে শক্তিশালীর তকমা পাবে চিটাগংই। দুর্দান্ত ফর্মে আছেন চিটাগংয়ের অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক। তাঁর পাশাপাশি সিকান্দার রাজা, মোহাম্মদ শেহজাদ এবং মুশফিকুর রহিমের মত ব্যাটসমানরা রয়েছেন চিটাগাংয়ের ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য।


তারকা সম্পন্ন খেলোয়াড় দলে থাকার পরও আসরে একটি মাত্র জয় পাওয়া খুলনা এই ম্যাচে আত্মবিশ্বাসের দিক দিয়ে চিটাগাংয়ের চেয়ে পিছিয়ে থাকবে। তারা শুক্রবার কুমিল্লার বিপক্ষে ১৮১ রান সংগ্রহ করেও হেরেছে ৩ উইকেটের ব্যবধানে।



promotional_ad

নজরে থাকবেন যারাঃ


মাহমুদুল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স): এবারের আসরে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেন নি খুলনা দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। গেল দুই আসরে খুলনার পক্ষে দারুণ পারফর্ম করা এই ব্যাটসম্যান অবশ্যই চাইবেন চিটাগাংয়ের বিপক্ষে রানে ফিরতে। সেই সঙ্গে বল হাতেও কার্যকরী তিনি। সব মিলিয়ে জয়ের লক্ষ্যে মাঠে নামার দিন খুলনার মূল হাতিয়ার হিসেবে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ।


রবার্ট ফ্রাইলিঙ্ক (চিটাগং ভাইকিংস): দক্ষিন আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডার আসরের প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাটে বলে দারুণ পারফর্মেন্স দেখিয়েছেন। খুলনার বিপক্ষে জয় পেতে তাঁর পারফর্মেন্সের দিকেই তাকিয়ে থাকবে চিটাগং ভাইকিংস।


খুলনা টাইটান্স স্কোয়াডঃ 


মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, জহির খান, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেইলর, পল স্টার্লিং, ডেভিড ভিসে।



চিটাগাং ভাইকিংস স্কোয়াডঃ 


মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজিবুল্লাহ জাদরান,  নাঈম হাসান, নিহাদুজ্জামান, রবিউল হক, লুক রঙ্কি, সাদমান ইসলাম, দাশুন শানাকা, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball