দিনের সেরাঃ সাকিব আল হাসান

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ঢাকা ডায়নামাইটস। তবে দলের আগের চারটি ম্যাচ জয়ে ব্যাট হাতে খুব বেশি অবদান রাখতে পারেননি দলপতি সাকিব আল হাসান।
সিলেট সিক্সার্সের বিপক্ষে দিনটি নিজের করে নিলেন সাকিব। বল হাতে ৩৪ রান খরচায় দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি।

বল হাতে তিনি ফিরিয়েছেন লিটন দাস (২৭) এবং ডেভিড ওয়ার্নারকে (৬৩)। দুজনেই শুক্রবার সিলেটের সর্বোচ্চ দুই রান স্কোরার ছিলেন। এছাড়া ব্যাট হাতেও দায়িত্বশীল ইনিংস খেলেছেন সাকিব।
১৫৮ রানের লক্ষ্য তাড়ায় ৩৭ রানে তিন উইকেট পড়ে যাওয়া দলটিকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন ৪১ বলে ৬১* রানের অনবদ্য একটি ইনিংস খেলে।
ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা। সিলেট পর্বের শুক্রবার দিনে আরও কয়েকটি অসাধারণ ইনিংস দেখেছে বিপিএল প্রেমীরা। এরমধ্যে আছে ডেভিড ওয়ার্নারের ৪৩ বলে ৬৩ রানের ইনিংস।
কুমিল্লা-খুলনার ম্যাচে জুনায়েদ সিদ্দিকির ৪১ বলে ৭০ রানের ইনিংস। এছাড়া আছে তামিম ইকবালের ৪২ বলে ৭৩ রানের ইনিংস। তবে সবকিছু ছাড়িয়ে গিয়েছে ব্যাটে বলে সাকিব আল হাসানের ম্যাচ জয়ী পারফর্মেন্স।