promotional_ad

ওয়ার্নারের কাছে অনেক কিছু শেখার আছেঃ জাকের

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সিলেট পর্ব শেষ করেই নিজ দেশে ফিরে যাবেন সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে ফিরে যাওয়ার আগে দলের তরুণ ক্রিকেটারদের ফিটনেস রক্ষায় উদ্বুদ্ধ করেছেন তিনি।


দলের তরুণ ক্রিকেটার জাকের আলীর জানিয়েছেন এমনই কিছু কথা। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জাকের আলী জানান,


'ও (ওয়ার্নার) সকালে বলছিল ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। যত বয়সই হোক তোমার এটা ঠিক রাখতে হবে। ম্যাচের পরের দিন জিম করতে হবে। বিশেষ করে টি–টুয়েন্টি ম্যাচে দ্রুত রিকভার করতে হবে। 



promotional_ad

'ঠিকমতো ঘুমাতে হবে। তোমার অনেক শক্তি আর শারীরিক সক্ষমতা লাগবে। জিমে কিছু ওজন নিয়ে কাজ করবে। এই তো।'    


৩২ বছর বয়সী ওয়ার্নার নিজের কথাগুলো তরুণ ক্রিকেটারদের মনে গেঁথে দিয়েছেন। দেশীয় তরুণরা যেন তাঁর কথা বুঝতে পারে, এজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন তিনি। 


'বাংলা ভাষার ব্যবহার এতটা করেনি। যেগুলো করেছে সেগুলো আপনারাও শুনেছেন। আমাদের সঙ্গে ধীরে ধীরে ইংরেজিতে কথা বলেছে যেন আমরা বুঝতে পারি। অবশ্যই অনেক কিছু শেখার আছে ওর কাছ থেকে।'


এদিকে ঢাকার বিপক্ষে ম্যাচটিতে ৪৩ বলে ৬৩ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছেন ওয়ার্নার। তাঁকে উপযুক্ত সঙ্গ দিয়েছেন জাকের আলী। করেছেন ১৮ বলে ২৫ রান। নিজের ইনিংস নিয়ে কথা বলার সময় জাকের জানান,



'চাপ ছিল না ওর সঙ্গে ব্যাট করতে । ও শুধু বলছিল ব্যাটে বল লাগাও। আর কিচ্ছু না। আমার ওটাতেই মনোযোগ ছিল। সেটা অটো হচ্ছিল। একবারও স্কোরকার্ডের দিকে তাকাইনি। ও বলছিল স্মার্ট ক্রিকেট খেলতে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball