ওয়ার্নার বদলাচ্ছেন ফিটনেস ভাবনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট সিক্সার্সের ক্রিকেটারদের ফিটনেস ভাবনায় পরিবর্তন আনার জন্য পরামর্শ দিয়েছেন দলপতি ডেভিড ওয়ার্নার। তাঁর এই পরামর্শের কথা সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, ম্যাচে ওয়ার্নারের সঙ্গে ৬৩ রানের জুটি গড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি।
ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচের দিন সকালেই তাঁদের সঙ্গে ফিটনেস বিষয় কথা বলেছেন ওয়ার্নার। ক্রিকেটেে ফিটনেস ধরে রাখা গুরুত্বপূর্ণ। যেকোন বয়সের ক্রিকেটারকে উচিৎ তাঁর ফিটনেস ঠিক রাখা। জাকের বলেন,

‘ও সকাল বেলায় বলছিল ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। যত বয়সই হোক তোমার এটা ঠিক রাখতে হবে। ম্যাচের পরের দিন জিম করতে হবে। বিশেষ করে টি–টোয়েন্টি ম্যাচে দ্রুত রিকোভার করতে হবে। ঠিকমতো ঘুমাতে হবে। তোমার অনেক এনার্জি, পাওয়ার লাগবে। জিমে কিছু ওয়েট নিয়ে কাজ করবে। এই তো।'
ঢাকার বিপক্ষে ম্যাচের দিন সকালেই ওয়ার্নারের সঙ্গে ফিটনেস নিয়ে আলাপ আলোচনা হয়েছে তাঁর। সকালে ওয়ার্নের পরামর্শ পেয়ে দুপুরে উল্টো ওয়ার্নারকেই খাটিয়েছেন তিনি।
বেশ কয়েকবার সিঙ্গেল রানকে দুইয়ে পরিণত করেছেন জাকের। দ্রুত দুই রান নিয়ে ফিফটি হাঁকানোর পর ওয়ার্নার অবশ্য তাঁর রানিংয়ের প্রশংসা ক্রিজে থাকা অবস্থায়ই করেছেন। রংপুরের বিপক্ষে বিপিএল অভিষেক হলেও শুন্য রানেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে।
তবে ঢাকার বিপক্ষে ব্যাট করার সুযোগ পেয়ে সেটাকে ভালো ভাবেই কাজে লাগিয়েছেন তিনি। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ষষ্ঠ উইকেটে খেলতে নেমে জুটি গড়েছেন ৬৩ রানের।