promotional_ad

নিজের কাছে সৎ থাকতে চান সোহান

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঘরোয়া ক্রিকেট, ফ্র্যাঞ্জাইজি লিগ কিংবা আন্তর্জাতিক ক্রিকেট সব জায়গায়ই দলের জন্য নিজের সামর্থ্যের বেশি দিতে চান উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। কোন ম্যাচকেই ছোট করে দেখেন না তিনি। যেখানেই খেলেন না কেন শতভাগের চেয়ে বেশি দিয়ে নিজের কাছে সবসময় সৎ থাকতে চান সোহান।


তাঁর বিশ্বাস, নিজের প্রতি অবহেলায় ভেতরের প্রতিভাগুলো একটা সময় হারিয়ে যায়। তাই খেলার মাঠে দলের প্রয়োজনে সব কিছুই করতে রাজি ২৫ বছর বয়সী সোহান। সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ জয় শেষে সংবাদ সম্মেলনে সোহান বলেন,



promotional_ad

'আমার কাছে নিজের জন্য কিছু করার চেয়ে দলের জন্য কিছু করতে পারা গুরুত্বপূর্ণ। আমার যদি মনে হয় দুইটা রানই জরুরী দলের জন্য, আমি দুই রানের জন্যই খেলব। আমি একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমি যেই দলের জন্যই খেলি না কেন, আমি আমার ভেতর ১০০ এর বেশি কিছু থাকলে সেটা দিতে চেষ্টা করি। আমার মনে হয় আমি নিজের প্রতি যদি সৎ না থাকি তাহলে জিনিস গুলো দূরে সরে যায়। এভাবে নিজেকে সবসময় ১০০ ভাগ দেয়ার জন্য তৈরি করি।'


বিপিএলের এবারের আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছেন সোহান। দলের প্রয়োজনে ব্যাট হাতে সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন না এই ডানহাতি ব্যাটসম্যান। শেষের দিকে নেমে দলের প্রয়োজনে অবদান রাখছেন সামর্থ্যের মধ্যে।


তবে গ্লাভস হাতে উইকেটের পেছনে দুর্দান্ত তিনি। শুক্রবার সিলেটের বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত দুইটি ক্যাচ ধরেছিলেন তিনি। ফিরিয়েছে বাঁহাতি ব্যাটসম্যান আফিফ ইসলাম এবং অলক কাপালিকে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball