promotional_ad

সাকিবের সেজদার রহস্য...

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অর্ধশতক হাঁকিয়ে সেজদা করলেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান! যিনি কিনা শতক হাঁকিয়েও এমন উদযাপন করেন না। অর্ধশতকে সাকিবের এমন উদযাপন অবাক করেছিল সবাইকে।


সিলেট সিক্সার্সের বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্যে ব্যাটিং করছিলেন ঢাকার অধিনায়ক সাকিব। ব্যাট হাতে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন তিনি। ইনিংসের ১২ তম ওভারে লেগ স্পিনার সন্দীপ লামিচানের প্রথম বলে চার হাঁকিয়ে ৪৮ রানে পৌঁছে দিয়েছেন তিনি। পরের বলেই আবার চার হাঁকালেন সাকিব, পৌঁছে গেলেন অর্ধশতকে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে সেজদা দিতে দেখা গেল তাঁকে।



promotional_ad

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সবাইকে বিস্মিত করেছিল অর্ধশতকে সাকিবের এমন উদযাপন। অবশ্য ম্যাচে শেষে সাকিবের সেজদা দেয়ার রহস্য জানালেন ঢাকা ডায়নামাইটসের ম্যানেজার আজম ইকবাল।


২০১৩ সালে বিপিএলে ট্রফি ধরে তুলেছিল ঢাকা, সেই আসরেই শেষবার এই টুর্নামেন্টে অর্ধশতকের দেখা পেয়েছিলেন সাকিব। দীর্ঘ দুই বছরের অপেক্ষা শেষে বিপিএলের ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সের বিপক্ষে অর্ধশতকটি ছিল সাকিবের জন্য অনেক বড় পাওয়া।


'যে বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই বছর সাকিব শেষ অর্ধশতক পেয়েছিল। এরপর গত দুই বছরে কোন অর্ধশতকের দেখা পায়নি সে। এবার আবার পেয়েছে, তাই তাঁর এই উদযাপন।'



শেষ পর্যন্ত ৪১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন ঢাকার অধিনায়ক। আটটি চার এবং দুটি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। তাঁর ব্যাটিংয়ে ১৮ বল হাতে রেখেই ছয় উইকেটের জয় তুলে নিয়েছে সাকিবের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball