আলিসের ইনজুরি গুরুতর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গুরুতর হাটুর ইনজুরিতে পড়েছেন ঢাকা ডাইনামাইটসের স্পিনার আলিস আল ইসলাম। সিলেটের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় এই চোট পান তিনি।
ম্যাচ চলাকালীন সময় প্রথমে ফিল্ডিং করতে গিয়ে হাটুতে চোট পান ঢাকার এই স্পিনার। প্রথমে এক ওভার বোলিং করলেও নিজের দ্বিতীয় এবং ইনিংসের নবম ওভারে বোলিং করতে এসে রান আপ নিয়ে বোলিং করতে গেলেও আর বোলিং করা হয়নি তাঁর। পরবর্তীতে তাঁকে বাকিদের সাহায্য নিয়ে মাঠ ছাড়তে হয়।

ঢাকা ডাইমাইটসের টিম ম্যানেজার আজম ইকবাল আলিসের গুরুতর ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন। দ্রুতই তাঁর এক্সরে এবং এমআরআই করানো হবে বলেও জানান তিনি। তাঁর ভাষায়,
'আলিসের ইনজুরি এখন পর্যন্ত যা দেখছি আমরা, মনে হচ্ছে একটু বেশিই। আমরা এক্সরে, এমআরআই না করানোর আগে আসলে কিছু বলতে পারছি না। তবে এখন পর্যন্ত দেখে ভালো মনে হচ্ছে না।'
রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএল অভিষেক হয়েছিল ২২ বছর বয়সী এই স্পিনারের। ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিপিএল অভিষেকে হ্যাট্রিক তুলে নিয়ে ঢাকাকে দারুণ জয় উপহার দিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা।
সেই সঙ্গে টি-টুয়েন্টি অভিষেকেই হ্যাট্রিক শিকারি প্রথম বোলার হন তিনি। এরপর ঢাকার একাদশে নিয়মিত হয়ে যান তিনি। এরপর ঢাকার হয়ে আরও তিনটি ম্যাচে মাঠে নেমে নিয়েছেন আরও ২টি উইকেট। কিন্তু সিলেটের বিপক্ষে তাঁর এই ইনজুরি আলিসকে ছিটকে দিতে পারে পুরো বিপিএল থেকে।