বোলাররা আরও ভালো করতে পারতোঃ সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেটের বিপক্ষে জিতে জয়ের ধারায় ফিরেছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস। ম্যাচ জিতলেও অধিনায়ক মনে করেন, তাঁর দলের বোলাররা আরও ভালো বোলিং করার ক্ষমতা রাখেন। ব্যাটসম্যানদের পারফর্মেন্সে অবশ্য সন্তুষ্ট ডাইনামাইটস অধিনায়ক।
১০০'র আগে সিলেটের ৫ উইকেট তুলে নিলেও শেষের দিকে ডেভিড ওয়ার্নারের ব্যাটে ১৬০ রানের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছিল সিলেট। ৫ উইকেট পড়ে যাওয়ার পর ওয়ার্নার ছাড়া আর কোন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ছিল না প্রতিপক্ষের। তাই দলের বোলারদের কাছ থেকে আরেকটু বেশি আশা করেছিলেন তিনি।

সিলেটের বিপক্ষে এই জয় তাঁদের সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস দিবে বলে আশাবাদী সাকিব। টুর্নামেন্টের এখনও অনেক পথ বাকি আছে তাই সামনে আরও ভালো করার লক্ষ্য থাকবে ঢাকার। সাকিবের ভাষায়,
'দ্বিতীয় ইনিংসে উইকেটে ব্যাটিংটা সহজ ছিল। কিন্তু আমাদের আরও ভালো বোলিং করা উচিৎ ছিল। ১০০'র আগে তাঁদের ৫ উইকেট পড়ে গিয়েছিল। সে সময় ওয়ার্নার ছাড়া কোন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ছিল না ক্রিজে। তারপরও তাঁরা ১৬০'র কাছাকাছি যেতে পেড়েছে।
'দলের ব্যাটিং নিয়ে কোন অভিযোগ নেই। সব দিকই ঠিকঠাক মত যাচ্ছে আমাদের। এই জয় সামনে আমাদের ভালো পারফর্ম করতে সাহায্য করবে। যেহেতু অনেক বড় টুর্নামেন্ট আরও ভালো করার লক্ষ্য থাকবে আমাদের।'
আসরে প্রথম চার ম্যাচে টানা জিতলেও রাজশাহীর বিপক্ষে সিলেট পর্বে এসে হারের মুখ দেখতে হয়েছিল ঢাকাকে। তবে সিলেটকে উড়িয়ে দিয়ে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ঢাকায় ফিরবে গেল বারের রানার্স আপ রা।