সাকিব-রাসেলের ব্যাটে ঢাকার সহজ জয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলের এবারের আসরে ব্যাট হাতে পারফর্মেন্স দিয়ে জবাব দিতে পারছিলেন না ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। সিলেটের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিফটি হাঁকিয়ে শুধু জবাবই দেন নি, দলকে জিতিয়েছেনও। ফিফটি হাঁকিয়ে দিয়েছেন সেজদাহ, অপরাজিত ছিলেন ৬১ রানে। তাঁর এই ইনিংসের উপর ভর করেই সিলেটের বিপক্ষে ১৮ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে ঢাকা ডাইনামাইটস।
এদিন ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকার ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার সুনিল নারিন এবং মিজানুর রহমান। একপ্রান্তে মিজানুরকে দর্শক বানিয়ে হাত খুলেই খেলছিলেন নারিন। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ ইরফানকে ছক্কা এবং চার হাঁকিয়ে পাওয়ার প্লে'তে ঢাকাকে উড়ন্ত সূচনা এনে দেয়ার ইঙ্গিত দেন নারিন।
কিন্তু সেই ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে মিজানুরকে ১ রানে বোল্ড করেন ইরফান। তাঁর পরের ওভারের প্রথম বলেই তাসকিনকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে সাব্বিরের হাতে ধরা পড়েন নারিন।
দুই ওপেনার ফিরে যাওয়ার পর সাকিবকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন রনি তালুকদার। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে লামিচানেকে এগিয়ে এসে মারতে গিয়ে বোল্ড হন তিনি। তিন উইকেট হারালেও আফগানিস্তানের তরুণ ব্যাটসম্যান ডারউইশ রাসুলিকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন সাকিব।
দুজন মিলে সিলেটের বোলারদের বিপক্ষে হাত খুলেই খেলতে থাকেন। এই দুজনের ব্যাটে ভর করেই দলীয় ১০০ পার করে ঢাকা। একপ্রান্তে সাকিব সিলেটের বোলারদের উপর চড়াও হয়ে খেললেও তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন এই তরুণ। তাঁকে সঙ্গে নিয়ে সাকিব তুলে নেন ফিফটি।

কিন্তু দলীয় ১১২ রানে ব্যক্তিগত ১৯ রানে মোহাম্মদ ইরফানের দ্বিতীয় শিকার হয়ে রাসুলি ফিরলেও ব্যাট হাতে ঝড় তুলেন রাসেল। ফিফটি হাঁকানো সাকিবকে দর্শক বানিয়ে ২১ বলে ৪ ছক্কার সাহায্যে ৪০ রানের ইনিংস খেলে ঢাকাকে ৬ উইকেটের জয় এনে দেন রাসেল। সিলেটের হয়ে মোহাম্মদ ইরফান নেন ২টি উইকেট।
এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ফিফটিতে সাকিব আল হাসানের দলকে ১৫৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সিলেট। ওয়ার্নারের পাশাপাশি জাকের আলি করেন ২৫ রান। ঢাকার হয়ে আন্ড্রু বির্চ নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ
১৫৮/৮ (২ ০ ওভার)
(ওয়ার্নার ৬৩) (বির্চ ৩/৪২)
ঢাকা ডাইনামাইটসঃ
১৬৩/৪ (১৭ ওভার)
(সাকিব ৬১*, রাসেল ৪০*) (ইরফান ২/৩৮)