promotional_ad

আয়ারল্যান্ড সিরিজ বিশ্বকাপ প্রস্তুতির উপলক্ষঃ রোডস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ড সিরিজ নয়, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজই ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশের জন্য উৎকৃষ্ট, বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস। ইংল্যান্ডের কন্ডিশনের মতোই আয়ারল্যান্ডের কন্ডিশন হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়ারল্যান্ড সিরিজই উপযুক্ত মনে করেন তিনি।


বিপিএল শেষেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। কিউইদের কন্ডিশনে তাদের বিপক্ষে জেতা খুব কঠিন হবে টাইগারদের জন্য, জানেন রোডসও। সেখান থেকে দেশে ফিরে দীর্ঘদিনের বিশ্রাম শেষে আবারও আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে মাশরাফি-সাকিবরা।



promotional_ad

উইন্ডিজ, আয়ারল্যান্ড এবং বাংলাদেশের অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজ হবে আয়ারল্যান্ডে। সেই সিরিজের জন্য প্রস্তুতি এবং আয়ারল্যান্ডের কন্ডিশনে খেলা হবে বাংলাদেশের জন্য বিশ্বকাপের প্রস্তুতি। শুক্রবার সাংবাদিকদের টাইগারদের প্রধান কোচ রোডস বলেন,


'আয়ারল্যান্ডের জন্য আমরা ভালো প্রস্তুতি নিব। সেখানে যাওয়ার আগে মিরপুরে ক্যাম্প করব। আয়ারল্যান্ডে গিয়ে ভালো ক্রিকেটের সম্মুখীন হতে হবে। উইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা শীতল এবং ভেজা কন্ডিশনে খেলব। যখন উইকেট ধীরে ধীরে শুষ্ক হতে শুরু করবে তখন আমরা ইংল্যান্ডে যাব।


'আমি মনে করি আয়ারল্যান্ডের প্রস্তুতিই আমাদের জন্য ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি। আশাকরি দল জয়ের ধারায় থাকবে, যা নিউজিল্যান্ডে ধরে রাখা কষ্টকর হবে। যদি আমরা ভালো কিছু ফলাফল নিয়ে আসতে পারি তাহলে ওয়ানডে ক্রিকেট সঠিক পথে আছে।'



ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। সেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলবে টাইগাররা।


এরপর দীর্ঘদিনের বিরতি শেষে মে মাসের পাঁচ তারিখ থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ড সফর শেষে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে টাইগাররা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball