ওয়ার্নারের ফিফটিতে মাঝারি সংগ্রহ সিলেটের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ১৫৮/৮ (২০ ওভার)
(ওয়ার্নার ৬৩) (বির্চ ৩/৪২)
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শুক্রবার স্বাগতিক সিলেটের বিপক্ষে মাঠে নেমেছে শক্তিশালী ঢাকা ডাইনামাইটস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ফিফটিতে সাকিব আল হাসানের দলকে ১৫৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সিলেট।
এদিন টসে জিতে ব্যাট করতে নেমে সিলেটের পক্ষে শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার সাব্বির রহমান এবং লিটন দাস। দুজনই শুরু থেকে ঢাকার বোলারদের বিপক্ষে হাত খুলে খেলতে থাকেন। কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে সাকিব আল হাসানের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন লিটন।

১৪ বলে ২৭ করে লিটন ফিরে যাওয়ার পর সাব্বির রহমানও বিদায় নেন পঞ্চম ওভারের প্রথম বলে। আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ১১ রানে রনি তালুকদারের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। দুই ওপেনার ফিরে যাওয়ার পর ক্রিজে নামেন ডেভিড ওয়ার্নার এবং আফিফ হোসেন।
ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধার চেষ্টায় ছিলেন তরুণ আফিফ হোসেন। দুজন মিলে ৪০ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু ব্যক্তিগত ১৯ রানে ঢাকার পেসার আন্ড্রু বির্চকে পেরিস্কোপ খেলতে গিয়ে উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন আফিফ। তাঁর বিদায়ের পর ক্রিজে নামা অলক কাপালি রুবেল হোসেনের বলে হুক করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ০ রানে।
খানিক পর সুনিল নারিনের বলে বোল্ড হন পুরান। ১০০'র আগে ৫ উইকেট হারালেও জাকের আলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ওয়ার্নার। দুজন মিলে ঢাকার বোলারদের বিপক্ষে হাত খুলে খেলতে থাকেন। ওয়ার্নার তুলে নেন আসরে নিজের দ্বিতীয় ফিফটি।
ফিফটি হাঁকালেও সাকিব আল হাসানের বলে ১৯তম ওভারে ব্যক্তিগত ৬৩ রানে সাজঘরে ফেরেন ওয়ার্নার। তাঁর বিদায়ের পর জাকের আলির ২৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের পুঁজি পায় সিলেট।
লিটন-সাব্বির জুটিঃ
সিলেটের পক্ষে শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার সাব্বির রহমান এবং লিটন দাস। দুজনই শুরু থেকে ঢাকার বোলারদের বিপক্ষে হাত খুলে খেলতে থাকেন। কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে সাকিব আল হাসানের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন লিটন।
১৪ বলে ২৭ করে লিটন ফিরে যাওয়ার পর সাব্বির রহমানও বিদায় নেন পঞ্চম ওভারের প্রথম বলে। আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ১১ রানে রনি তালুকদারের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। দুই ওপেনার ফিরে যাওয়ার পর ক্রিজে নেমেছেন ডেভিড ওয়ার্নার এবং আফিফ হোসেন।
ঢাকা ডাইনামাইটস একাদশঃ সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান। রুবেল হোসেন, রনি তালুকদার, মিজানুর রহমান, মোহাম্মড নাঈম, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, আলিস আল ইসলাম, আন্ড্রু বির্চ, ডারুইশ রাসুলি।
সিলেট সিক্সার্স একাদশঃ লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, ডেভিড ওয়ার্নার, অলক কাপালি, সন্দিপ লামিচানে, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, নিকোলাস পুরান, জাকের আলি, মোহাম্মদ ইরফান।