স্টোনের বদলি উড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার মার্ক উড। পেসার অলি স্টোন ইনজুরিতে পড়ায় উডকে স্কোয়াডে ডেকেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
আসন্ন টেস্ট সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। যেখানে প্রথম বারের মতো ডাক পেয়েছিলেন ৪টি ওয়ানডে খেলা স্টোন। কিন্তু কোমরের ইনজুরি তাঁকে সিরিজ থেকে ছিটকে দিয়েছে।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন উড। ২৯ বছর বয়সী এই পেসার সর্বশেষ টেস্ট খেলেছিলেন গেল বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে। চলতি সপ্তাহেই টেস্ট স্কোয়াডে যোগ দিবেন এই পেসার।
ইংলিশদের জাতীয় দল থেকে পরবর্তীতে বাদ পরলেও গেল বছর ইংলিশ লায়ন্সের হয়ে নিয়মিত খেলে গিয়েছেন উড। আরব আমিরাত পাকিস্তান 'এ' দলের বিপক্ষে সফরেও লায়ন্সদের হয়ে খেলেছেন তিনি।
তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে চলতি মাসের ২৩ তারিখ। এরপর যথাক্রমে ৩১ই জানুয়ারি এবং ৯ ফেবরুয়ারি হবে সিরিজের বাকি দুটি টেস্ট।
ইংল্যান্ডের টেস্ট দলঃ কিটন জেনিংস, ররি বার্নস, জো ডেনলি, জো রুট, জনি বেয়ারস্টো, জস বাটলার, বেন স্টোকস, বেন ফোকস, স্যাম কারান, ক্রিস ওকস, মইন আলি, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, আদিল রশিদ, জ্যাক লিচ।