promotional_ad

ডি ভিলিয়ার্সকে প্লে অফ ও ফাইনালে পেতে চায় রংপুর

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলতে আসা এবি ডি ভিলিয়ার্সকে টুর্নামেন্টের শেষ অংশ পাচ্ছে না রংপুর রাইডার্স। চুক্তি অনুযায়ী রংপুরের সাথে ডি ভিলিয়ার্সের গ্রুপ পর্বের বাকি ছয় ম্যাচ খেলার কথা। 


রংপুর প্লে অফ ও ফাইনালে জায়গা করে নিলে এই দক্ষিণ আফ্রিকান তারকাকে পাওয়ার কথা না গতবারের চ্যাম্পিয়নদের। তবে টুর্নামেন্টের শেষের দিকে ডি ভিলিয়ার্সকে পাওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে।



promotional_ad

রংপুর রাইডার্স ফ্রেঞ্চাইজির এক কর্মকর্তা ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য,


'এবি ডি ভিলিয়ার্সের চুক্তি গ্রুপ পর্ব পর্যন্ত। এরপর তাঁর ফিরে যাওয়ার কথা। তবে রংপুর ফ্রেঞ্চাইজি তাঁকে প্লে অফ ও ফাইনাল ম্যাচে পাওয়ার চেষ্টা করবে। চুক্তি বর্ধিত করার ব্যাপারে আলাপ চলছে।'


ডি ভিলিয়ার্সকে সিলেট সিক্সার্সের বিপক্ষে ১৯ জানুয়ারির ম্যাচ থেকে পেতে যাচ্ছে গত আসরের চ্যাম্পিয়নরা। ১৭ জানুয়ারি দলের সাথে যোগ দিয়েছেন তিনি। 



সিলেট বিমান বন্দরে পা রেখে সাংবাদিকদের তিনি বলেছেন, 'আমি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে যোগ দিতে পেরে খুশি। তবে আমি এখনও কোনো লক্ষ্য নির্ধারণ করে আসি নি।'


রংপুর রাইডার্স বিপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে। এর মধ্যে চারটিতেই হারতে হয়েছে মাশরাফিদের। বিপিএল পয়েন্ট টেবিলে রংপুরের অবস্থান পাঁচ নম্বরে। এবার ডি ভিলিয়ার্সের ব্যাটে ভাগ্য বদলানোর প্রত্যাশা করবে গতবারের চ্যাম্পিয়নরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball