১২ হাজার পাউন্ডে বিশ্বকাপের টিকিট বিক্রি!

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মে মাসের ৩০ তারিখে ইংল্যান্ডের মাটিতে শুরুর হচ্ছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ। আর বিশ্বকাপের একটি ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ১২ হাজার পাউন্ডের বিনিময়ে।


যা বাংলাদেশী মুদ্রায় ১৩ লক্ষ্য ২ হাজার ৭০ টাকার সমমান! লর্ডসে অনুষ্ঠেয় ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের একটি টিকিট এমন দামে বিক্রয় হয়েছে ইংল্যান্ডের একটি টিকিট বিক্রয়ের সাইটে।


promotional_ad

মূল দামের প্রায় ১০৪ গুণ বেশি দামে বিক্রি হয়েছে টিকিটটি। যার কারণে চটেছে বিশ্বকাপ আয়োজকরা। ভিয়াগোগো নামের সেই সাইটের বিপক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তাঁরা।


'আমরা উকিলের সঙ্গে কথা বলে বিষয়টির দিকে নজর রাখছি। দ্বিতীয় শ্রেণীর যেসব সাইট টিকিট বিক্রি করছে তাঁরা আমাদের শর্তাবলী লঙ্ঘন করছে। আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।'; জানিয়েছে আয়োজকরা।


এদিকে আত্মপক্ষ সমর্থন করে ভিয়াগোগো সাইট তাঁদের এক বিবৃতিতে বলেছে; 'ভিয়াগোগো টিকিটের দাম নির্ধারণ করে না। যারা এই সাইটে টিকিট বিক্রয় করে তাঁরাই দাম নির্ধারণ করে। এটা টিকিটের মূল দামের কম বা বেশি হতে পারে।'


উল্লেখ্য, ইংল্যান্ডে কেউ যদি ম্যাচের টিকিট কিনে পুনরায় তা বিক্রি করতে চায় তাহলে সেটা আইন অনুযায়ী বৈধ। যদিও বিশ্বকাপ আয়োজকরা জানিয়েছে বিশ্বকাপের টিকিট পুনরায় বিক্রি করা অবৈধ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball