পাক ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন রশিদ লতিফ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এমন পারফর্মেন্সের পর দেশটির ম্যানেজমেন্টের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কিছুদিন পর পাকিস্তানের ম্যানেজমেন্ট, অধিনায়ক, নির্বাচক, কোচ- সবকিছুর পরিবর্তনের প্রয়োজন ছিল বলে উল্লেখ করেছেন তিনি। নিজ দেশের পত্রিকা ডন'কে দেওয়া সাক্ষাৎকারে জানান,

'২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অধিনায়ক, কোচ, ম্যানেজমেন্ট, বোর্ডের নির্বাচক কমিটি সবাইকে লম্বা সময়ের জন্য রেখে দেওয়া হয়েছে যার প্রয়োজন ছিল না। এটা এমন পরাজয়ের প্রধান কারণগুলোর একটি।'
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির পর পাকিস্তান ১৩ টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে আটটিতেই হেরেছে দলটি। রশিদ লতিফ মনে করেন, দক্ষিণ আফ্রিকায় খেলার মতো ভালো প্রস্তুতি ছিল না দলের।
'প্রস্তুতি ঠিকমতো হয়নি। প্রথম টেস্টে আজহার আলী চার নম্বরে ব্যাট করতে আসে, যে কিনা জীবনেও ঐ পজিশনে খেলেনি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আজহার আলীকে আবার তিনে নামানো হয়, সেদিন ছয় নম্বরে নামেন ফখর জামান।
'এটা হচ্ছে বাজে প্রস্তুতির প্রতিফলন। এই চ্যালেঞ্জিং সফরে পাকিস্তানের মিডল অর্ডারের প্রস্তুতিই ছিল না। ফখর দলের হার্ডহিটার, তাঁকে দেখে রাখা প্রয়োজন দলের। ওপেনার ইমাম উল হকের পারফর্মেন্সও দেখা উচিত।'