মাহমুদুল্লাহদের সামনে শক্তিশালী কুমিল্লা

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে শুক্রবার সন্ধ্যার খেলায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইটান্স। বাংলাদেশ সময় সন্ধ্যা সাত টায় শুরু হবে ম্যাচটি।
পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে কুমিল্লা। অপরদিকে পাঁচ ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের।
তবে নিজেদের শেষ ম্যাচে রাজশাহীকে হারিয়ে চলমান বিপিএলে প্রথম জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাস ফিরে পেতেই পারে খুলনা টাইটান্স।

অপরদিকে নিজেদের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে পাত্তাই দেয়নি ইমরুল কায়েসের কুমিল্লা। মাত্র ৬৮ রানে সিলেটকে থামিয়ে দিয়েছে তাঁরা। এই ম্যাচটিতে চাই বাড়তি আত্মবিশ্বাস থাকছে তাঁদেরও।
নজর থাকবে যাদের ওপরঃ-
মাহমুদুল্লাহ রিয়াদঃ- ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহর। দল জয়ের ধারায় ফিরতে হলে তাঁর পারফর্মেন্স অনেক জরুরী, বলাই বাহুল্য।
মেহেদি হাসানঃ- কুমিল্লার এই স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের শেষ ম্যাচে দিশেহারা ব্যাটিং করেছে সিলেট। ২২ রান খরচায় চার উইকেট নিয়েছিলেন মেহেদি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডঃ- ইমরুল কায়েস (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, শোয়েব মালিক, স্টিভেন স্মিথ, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই ও আমের ইয়ামিন।
খুলনা টাইটান্স স্কোয়াডঃ- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ আল-আমিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহির খান, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, পল স্টার্লিং, ডেভিড ওয়াইজ ও ব্রেন্ডন টেইলর।