promotional_ad

সব্যসাচী ব্যাটিংকে মুডির 'না'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের মাঝেই সিলেট সিক্সার্সের বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের ডানহাতি ব্যাটিং অবাক করেছিল সবাইকে। ওয়ার্নারের এমন ব্যাটিংয়ের সাথে অভ্যস্ত হয়েও কিছুটা বিস্মিত হয়েছেন রংপুরের কোচ টম মুডি। ওয়ার্নারের সব্যসাচী ব্যাটিংকে অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখতে চান না তিনি। কারণ এমন ব্যাটিং করা বেশ কঠিন একজন ব্যাটসম্যানের পক্ষে। 


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদে অস্ট্রেলিয়ান এই তারকা ব্যাটসম্যানের সাথে কাজ করেছেন মুডি। অনেকবারই ওয়ার্নারের ডানহাতি ব্যাটিং দেখেছেন তিনি। মুডি জানেন ওয়ার্নারের অনেক সাধনার ফল এই সব্যসাচী ব্যাটিং। বৃহস্পতিবার সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্যাটসম্যানদের প্রতি মুডির উপদেশ ছিল,



promotional_ad

'ডেভিড ওয়ার্নারের ডানহাতি ব্যাটিং আমাকে অবাক করেনি। কারণ তাঁর সাথে গত কয়েক বছরে কাজ করার সময় অনেকবারই তাঁকে ডানহাতে ব্যাটিং করতে দেখেছি। গত ম্যাচে তাঁকে ডানহাতি ব্যাটিং করতে দেখে কিছুটা অবাক হয়েছি।


আমি কখনও তাঁর সামর্থ্য নিয়ে সংশয় প্রকাশ করিনা। যারা দুই হাতেই ব্যাটিং করতে চায় আমি তাঁদেরকে উপদেশ দিব অভাবনীয় অনুশীলন করতে হবে এটা আয়ত্তে আনতে হলে। কারণ এভাবে ব্যাটিং সহজ নয়।'


বুধবার দিনের দ্বিতীয় খেলায় এমন ব্যাটিং করেছেন সিলেটের অধিনায়ক। ইনিংসের ১৯তম ওভারে রংপুরের বোলার ক্রিস গেইলের বিপক্ষে ডানহাতে ব্যাটিং করে ওভারের শেষ তিন বলে ১৪ রান নিয়েছিলেন তিনি।



তাঁর আগের ওভারের প্রথম তিন বলে বাঁহাতি ব্যাটিং করে মাত্র দুই রান নিতে সক্ষম হন ওয়ার্নার। তাই পরবর্তীতে ডানহাতি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এই অজি ব্যাটসম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball