কালকের কিংবা পড়শুর ম্যাচ বলে কিছু নেইঃ আরিফুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শুক্রবার নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা খুলনা টাইটান্স। ৫ ম্যাচে মাত্র ১টিতে জয় পাওয়া এই দলটি শুধুমাত্র জয়ের লক্ষ্যেই খেলতে নামবে।
টাইটান্স অলরাউন্ডার আরিফুল হক ম্যাচের আগের দিন সাংবাদিকদের জানিয়েছেন আগের ম্যাচগুলো নিয়ে না ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়াই এখন লক্ষ্য তাদের। প্রতিপক্ষ নিয়ে নয়, বরং প্রতিটি ম্যাচের দিকেই গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করেছেন তিনি,

'আমাদের এখন কালকের ম্যাচ কিংবা পড়শুর ম্যাচ বলে কোন কথা নেই। আমরা যা হেরে গেছি হেরে গেছি। আমাদের এখন চিন্তা হলো ম্যাচ জেতা। প্রতিপক্ষ নিয়ে না ভেবে আমরা আমাদের নিজেদের কাজগুলো ঠিক মতো করতে চাই,' বলেছেন আরিফুল।
বিপিএলে টানা চারটি ম্যাচে পরাজিত হওয়ার পর রাজশাহী কিংসের বিপক্ষে একমাত্র জয় পেয়েছে খুলনা। আর এই একটি জয়ই দলের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে অনেকখানি। বর্তমানে দলের প্রত্যেকেই ভালো অবস্থানে আছে, মতামত আরিফুলের। তাঁর ভাষ্যমতে,
'জয়ের জন্য শেষ ম্যাচটিতে আমরা মরিয়া ছিলাম। রাজশাহীর বিপক্ষে শেষ ম্যাচটি জিতে আমরা ভালো একটি অবস্থানে আছি। প্রথম চারটি ম্যাচ হেরে যাওয়ার পর দলের অবস্থা ডাউন ছিল। কিন্তু এই মুহুর্তে দলের অবস্থা খুব ভালো।'
উল্লেখ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শুক্রবার সন্ধ্যা সাতটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। এই ম্যাচটি জিতে দলের অবস্থান সুগঠিত করতে চাইবে তারা।