বিপিএল খেলতে আসছেন জেসন রয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশ নিতে আসছেন ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার জেসন রয়। চলতি আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন তিনি।
বৃহস্পতিবার ইংলিশ কাউন্টি ক্লাব সারে'র অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবারই বিপিএলে অংশ নিতে দেশ ছাড়বেন এই তারকা ক্রিকেটার।

গ্রুপ পর্বের বাকি ৭টি ম্যাচে তাঁকে পাবে সিলেট কর্তৃপক্ষ। তবে কারও বদলি হিসেবে রয়কে দলে নিয়েছে কিনা সেই ব্যাপারে এখনও নিশ্চিত করেনি সিলেট।
এর আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে জেসন রয়ের। ২০১২ এবং ২০১৩ সালের বিপিএলে চিটাগাং কিংসের হয়ে বিপিএল খেলেছিলেন তিনি।
এদিকে বৃহস্পতিবার সকালে সিলেট স্কোয়াডে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ওয়েন পারনেল। নিজেদের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে জয়ের পর এই দুই তারকা ক্রিকেটারের অন্তর্ভুক্তি বাড়তি আত্মবিশ্বাস দিবে সিলেটকে।
সিলেট সিক্সার্স স্কোয়াডঃ
লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ওয়েন পারনেল, জেসন রয়।