promotional_ad

শেষ ভালোর খোঁজে অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টুয়েন্টি সিরিজ ড্র এবং টেস্টে সিরিজে হারের পর ওয়ানডে সিরিজে যে কোন মূল্যেই জয় দিয়ে শেষ করতে চাইবে স্বাগতিক অস্ট্রেলিয়া। বিশ্বকাপের বছরে নিজেদের আত্মবিশ্বাসকে আরও চাঙ্গা করতে সিরিজটি জিততে চায় সফরকারী ভারতও, যেহেতু ১-১ সমতায় আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। সিরিজের শেষ ম্যাচে শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাঠের লড়াইয়ে নামবে ভারত-অস্ট্রেলিয়া।


গত দুই বছরে কোন ওয়ানডে সিরিজ জেতা হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের। শেষ ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল তারা। দুই বছর পর এবার একটি সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


ভারতের সামনেও অপেক্ষা করছে আরেকটি বড় অর্জন। ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে দ্বিতীয়বারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ভারত। ২০১৬ সালে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত, যেখানে মহেন্দ্র সিং ধোনির অধীনে সিরিজটি জেতা হয়নি তাদের। অজিদের কাছে ৪-১ এর ব্যবধানএ পরাজিত হয়েছিলো সফরকারীরা। 


এবার অধিনায়ক ভিরাট কোহলির সামনে অপেক্ষা করছে সেই সুযোগ। ওয়ানডে সিরিজ থেকে দলের অভিজ্ঞ বোলারদের বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া। তরুণদের নিয়ে প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৩৪ রানের জয় তুলে নিয়েছিল স্বাগতিক দলটি। সিরিজে এগিয়েও গিয়েছিল তারা।



promotional_ad

কিন্তু দ্বিতীয় ম্যাচে ভিরাট কোহলির ভারত নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলো। রান তাড়া করে জেতার ক্ষেত্রে ভারত কতটা শক্তিশালী তার প্রমাণ দেখিয়েছিলো তারা সেই ম্যাচে। অজিদের ছুঁড়ে দেয়া ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছিলো সফরকারীরা। একই সাথে সিরিজটি সমতায় নিয়ে এসেছে ১-১ এ।


এদিকে সিরিজ নির্ধারণী ম্যাচটি নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে দুই দলই। ইতিমধ্যে অস্ট্রেলিয়া তাদের একাদশ প্রকাশ করে দিয়েছে যেখানে দুইটি পরিবর্তন এনেছে তারা। পিঠের ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন অজি পেসার জ্যাসন বেহরেনডর্ফ। তাঁর পরিবর্তে দলের সাথে যোগ দিয়েছেন বিলি স্ট্যানলেক। অপরদিকে নাথান লায়নের বদলী হিসেবে খেলবেন আরেক স্পিনার অ্যাডাম জাম্পা।


অবশ্য ভারত এখন পর্যন্ত কোন একাদশ প্রকাশ করেনি। তবে তাদের দলে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পেসার মোহাম্মদ সিরাজের পরিবর্তে দলে খলিল আহমেদের অন্তর্ভুক্তি দেখা যেতে পারে। আবার অলরাউন্ডারের দায়িত্ব পালনে কেদার যাদব অথবা বিজয় শঙ্করকে একাদশে ডাক দিতে পারে ভারত। দলের বাইরে ছিটকে পড়তে পারেন ডানহাতি ব্যাটসম্যান আম্বাতি রাইয়ুডু। সে ক্ষেত্রে ব্যাটিং পজিশন উপরের দিকে উঠে আসবে ধোনি এবং দিনেশ কার্তিকের।


অস্ট্রেলিয়া একাদশঃ


অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টয়নিস, গ্ল্যান ম্যাক্সওয়েল, ঝেই রিচার্ডসন, পিটার সিডল, অ্যাডাম জাম্পা, বিলি স্ট্যানলেক।



ভারত স্কোয়াডঃ


ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইয়ুডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্রা সিং ধোনি (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, বিজয় শঙ্কর, শুভমান গিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball