১০ মাস পর ওয়ানডে দলে স্যান্টনার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রথম তিন ওয়ানডের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে ১০ মাস পর চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন স্পিনার মিচেল স্যান্টনার।
সেই সঙ্গে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম পাওয়া দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম এবং টম লাথামও ফিরেছেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে।
এদিকে ইনজুরির কারণে ওয়ানডে দলে জায়গা হয়নি অলরাউন্ডার জিমি নিশাম এবং লেগ স্পিনার টড অ্যাস্টেলের। শ্রীলংকার বিপক্ষে সিরিজের এক মাত্র টি-টুয়েন্টির আগে চোট পেয়েছিলেন নিশাম।

প্রথম তিন ম্যাচের স্কোয়াডে না থাকলেও সিরিজের শেষ দুই ওয়ানডের জন্য বিবেচনায় আছেন তাঁরা। এছাড়া শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা ডগ ব্রেসওয়েলও জায়গা ধরে রেখেছেন এই স্কোয়াডে।
যদিও গেল ওয়ানডে সিরিজের কোন ম্যাচেই তাঁকে একাদশে রাখেনি কিউইরা। এছাড়া গেল সিরিজে উইকেটরক্ষকের দায়িত্বে থাকা টিম সেইফার্ট বাদ পড়েছেন দল থেকে।
স্কোয়াডে টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টের সাথে পেস বোলিং বিভাগে থাকছেন ম্যাট হেনরি এবং লকি ফার্গুসন। একমাত্র লেগ স্পিনার হিসেবে দলে আছেন ইশ সোধি।
নিউজিল্যান্ড স্কোয়াডঃ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর।