promotional_ad

বিশ্রামে স্টেইন-ডি কক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ডেল স্টেইন এবং কুইন্টন ডি কককে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বুধবার ওয়ানডে সিরিজে তাঁদের বিশ্রাম দেয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁরা। 


স্টেইন এবং ডি কক কে বিশ্রাম দেয়ায় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এইডেন মার্করাম এবং পেসার ডুয়েন অলিভিয়ের। ডি ককের অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন হেনরিচ ক্লাসেন। 


promotional_ad

এবারই প্রথম ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার ডুয়েন অলিভিয়ের। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বল হাতে দারুণ পারফর্মেন্স করার সুবাদেই এই পেসারকে ওয়ানডে স্কোয়াডে যোগ করেছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট।  তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৪.৭০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তিনি।


অলিভিয়েরের পাশাপাশি ওয়ানডে স্কোয়াডে নতুন মুখ ভ্যান ডার ডুসেন। সেই সঙ্গে দুই বছর পর দলে ডাক পেয়েছেন ডেন প্যাটারসন। গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ফিফটি হাঁকালেও পরবর্তীতে দল থেকে বাদ পড়েন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। 


আর ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক সিরিজের পর এই ফরম্যাটে আর খেলা হয়নি প্যাটারসনের। এছাড়া জোহানেসবার্গ টেস্টে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন ডু প্লেসিস। 


প্রথম দুই ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:


ফাফ দু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, এইডেন মার্করাম, রিজা হেনড্রিক্স, ইমরান তাহির, হেনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, ডেন প্যাটারসন, আন্দাইল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডুয়েন অলিভিয়ের, রাসি ভ্যান ডার ডুসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball