promotional_ad

ইংল্যান্ডকে স্টুয়ার্ট ল'র সতর্কবার্তা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজদের ঘরের মাঠেও ফেভারিট হিসেবে ইংল্যান্ডকে এগিয়ে রাখছে ক্রিকেট বিশ্ব। তবুও আসন্ন এই টেস্ট সিরিজের জন্য ইংলিশদের সতর্ক করেছেন উইন্ডিজ দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। ঘরের কন্ডিশনে উইন্ডিজদের ছোট করে দেখতে ইংল্যান্ডকে বারণ করেছেন তিনি।


টেস্ট র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে আছে ইংল্যান্ড দল। অপরদিকে ক্যারিবিয়ানদের অবস্থান বর্তমানে আট নম্বরে। অপেক্ষাকৃত দুর্বল দল এবং ছোট দল হিসেবেই ঘরের মাঠে ইংলিশদের মোকাবেলা করতে নামবে উইন্ডিজ। তাই কিছুই হারানোর থাকবে না তাদের, উল্টো সকলের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণের জন্য সবটুকু দিয়ে লড়াই করবে তারা। এই জায়গাতেই ইংল্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে স্বাগতিকরা,



promotional_ad

'সবচেয়ে ভালো দিক হল এই সিরিজে ইংল্যান্ড ফেভারিট দল। ছোট দলে হয়ে মাঠে নামলে হারানোর কিছু থাকে না, উইন্ডিজদের ক্ষেত্রেও তেমন। তবে ঘরের দলকে ছোট করে দেখা উচিত হবে না। ক্যারিবিয়ান দর্শকরাই বলবে তাদের দল জিততে পারবে না। তাই দল হিসেবে তারাও নিজ দর্শকদের ভুল প্রমাণ করতে চাইবে,' বলেছেন স্টুয়ার্ট ল।


দুই বছর ধরে উইন্ডিজ দলের কোচের দায়িত্বে ছিলেন ল। এরপর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল মিডেলসেক্সের দায়িত্ব নেন তিনি। উইন্ডিজদের শক্তি সম্পর্কে ভালোই জ্ঞান আছে ল'র। তাই আগে থেকেই ইংলিশদের সাবধান করে দিচ্ছেন তিনি।


'কাগজে হয়ত ইংল্যান্ড ভালো অবস্থানে আছে কিন্তু মাঠের খেলা অন্যরকম। উইন্ডিজ দলে বেশ কিছু ক্রিকেটার আছে যারা নিজেদের প্রমাণ করার জন্য সুযোগ কাজে লাগাতে চাইবে। তাই আমি তাদেরকে ছাড় দিতে চাই না।'



আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে উইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। ক্যারিবিয়ান বিপক্ষে তিনটি টেস্ট ,পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball