promotional_ad

আবারও মুখোমুখি সাকিব-ওয়ার্নার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিলেটে গিয়ে জয়রথ থেমেছে ঢাকা ডাইনামাইটসের। রাজশাহীর কাছে হারের পর এবার স্বাগতিক সিলেটের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। 


এবারের আসরে এই নিয়ে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হচ্ছে দু'দল। শেষ বারের দেখায় সিলেটকে ৩২ রানে হারিয়েছিল সাকিব আল হাসানের দল। সেই ম্যাচে ঢাকার ছুঁড়ে দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ১৪১ রান তুলতে সক্ষম হয়েছিল সিলেট।


প্রথম দেখায় সিলেটের বিপক্ষে জয় তাই এই ম্যাচেও ঢাকাকে আত্মবিশ্বাস দিবে। সেই সঙ্গে টেবিলের শীর্ষে আছে দলটি। তাই রাজশাহীর বিপক্ষে ম্যাচ হারলেও সিলেটের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে ঢাকা।


অন্যদিকে রংপুরের মতো শক্তিশালী দলকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে সিলেট। তাই রংপুরের বিপক্ষে এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই ঢাকাকে হারানোর মিশনে মাঠে নামবে ওয়ার্নার বাহিনী। যদিও অধিনায়ক ওয়ার্নারের ইনজুরি দুশ্চিন্তায় রেখেছে সিলেট ম্যানেজম্যান্টকে।


promotional_ad

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ঢাকার একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। একাদশে ফিরতে পারেন অলরাউন্ডার শুভাগত হোম। অন্যদিকে শেষ ম্যাচে জয় পাওয়ায় ঢাকার বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে সিলেট।


নজরে থাকবেন যারাঃ 


সাকিব আল হাসানঃ এবারের আসরে বল হাতে ৫ ম্যাচে ৮ উইকেট নিলেও ব্যাট হাতে নিজেকে তেমন একটা মেলে ধরতে পারেন নি ঢাকার দলপতি সাকিব আল হাসান। তাই সিলেটের বিপক্ষে ব্যাট হাতে রান করতে চাইবেন সাকিব। সেই সঙ্গে দলকে জয়ের ধারায় ফিরিয়ে আনতে তাঁর অলরাউন্ডার পারফর্মেন্স গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।


লিটন দাসঃ ঢাকা পর্বে নিজেকে মেলে ধরতে না পারলেও সিলেটের মাঠে রংপুরের বিপক্ষে নিজের সহজাত ব্যাটিংটাই করেছেন লিটন দাস। রংপুরের বিপক্ষে তাঁর ব্যাট হাতে ৭০ রান বড় অবদান রেখেছে দলের জয়ে। তাই ঢাকার বিপক্ষে তাঁর ব্যাটের দিকেই চেয়ে থাকবে সিলেট।


সিলেট সিক্সার্স স্কোয়াডঃ


লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।


ঢাকা ডাইনামাইটস স্কোয়াডঃ 


সাকিব আল হাসান, সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্র বার্জ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball