promotional_ad

একশ বলের ক্রিকেটকে ভিলিয়ার্সের সমর্থন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১০০ বল ক্রিকেটকে সমর্থন করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেটের নতুন এই ফরম্যাটে খেলার জন্য মুখিয়ে আছেন বিশ্বের অন্যতম এই সেরা ব্যাটসম্যান।


ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে আগামী বছর থেকে এই ফরম্যাট শুরু হওয়ার কথা থাকলেও এখনও সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়নি। কিন্তু গত নভেম্বরে প্রতি দশ বল পর প্রান্ত বদলের নিয়মটি অনুমোদিত হয়েছে।



promotional_ad

ফরম্যাটটি নিয়ে ক্রিকেট বিশ্বে তেমন কোন উৎসাহ দেখা যায়নি। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে এসে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি ক্রিকেটের নতুন এই সংস্করণকে সমর্থন দেননি। তবে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ভিলিয়ার্স ক্রিকেটের নতুন এই ফরম্যাটে ভুল কিছু দেখছেন না। তাঁর বিশ্বাস, ইংল্যান্ডে এই ফরম্যাটের বিস্তার ঘটবে। 


'ভিন্ন কিছু চেষ্টা করার ক্ষেত্রে আমি ভুল কিছুই দেখছি না। আমি এখনও আমার সময়সূচী ঠিক করি নি কিন্তু আমি ইংল্যান্ডে খেলতে পছন্দ করব। সেখানকার ক্রিকেট সংস্কৃতি এবং ঐতিহ্যে এই ফরম্যাট ভালো সমর্থন পাবে। আমি এর অংশ হতে পারাটা পছন্দ করব,' বলেছেন এবি।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বিশ্বের টি-টুয়েন্টি ফ্র্যাঞ্জাইজিগুলো খেলে বেড়াচ্ছেন এবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর পাকিস্তান প্রিমিয়ার লিগেও (পিএসএল) অংশ নিবেন তিনি।



ক্রিকেটের নতুন এই ফরম্যাটেও অংশ নিতে চান ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। এতে ক্রিকেটে তেমন কোন পরিবর্তন আসবে বলে মনে করছেন না প্রোটিয়া সাবেক এই অধিনায়ক।


'নতুন ফরম্যাট পরীক্ষা করা ভুল কিছু নয়। এটা অনেক বড় পরিবর্তন নয় কিন্তু আলাদা কিছু। এই পরীক্ষাটি চালানটি ভালো এবং এক থেকে দুই বছরের মধ্যে আমরা দেখতে পাব কি ঘটতে যাচ্ছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball