একশ বলের ক্রিকেটকে ভিলিয়ার্সের সমর্থন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১০০ বল ক্রিকেটকে সমর্থন করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেটের নতুন এই ফরম্যাটে খেলার জন্য মুখিয়ে আছেন বিশ্বের অন্যতম এই সেরা ব্যাটসম্যান।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে আগামী বছর থেকে এই ফরম্যাট শুরু হওয়ার কথা থাকলেও এখনও সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়নি। কিন্তু গত নভেম্বরে প্রতি দশ বল পর প্রান্ত বদলের নিয়মটি অনুমোদিত হয়েছে।

ফরম্যাটটি নিয়ে ক্রিকেট বিশ্বে তেমন কোন উৎসাহ দেখা যায়নি। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে এসে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি ক্রিকেটের নতুন এই সংস্করণকে সমর্থন দেননি। তবে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ভিলিয়ার্স ক্রিকেটের নতুন এই ফরম্যাটে ভুল কিছু দেখছেন না। তাঁর বিশ্বাস, ইংল্যান্ডে এই ফরম্যাটের বিস্তার ঘটবে।
'ভিন্ন কিছু চেষ্টা করার ক্ষেত্রে আমি ভুল কিছুই দেখছি না। আমি এখনও আমার সময়সূচী ঠিক করি নি কিন্তু আমি ইংল্যান্ডে খেলতে পছন্দ করব। সেখানকার ক্রিকেট সংস্কৃতি এবং ঐতিহ্যে এই ফরম্যাট ভালো সমর্থন পাবে। আমি এর অংশ হতে পারাটা পছন্দ করব,' বলেছেন এবি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বিশ্বের টি-টুয়েন্টি ফ্র্যাঞ্জাইজিগুলো খেলে বেড়াচ্ছেন এবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর পাকিস্তান প্রিমিয়ার লিগেও (পিএসএল) অংশ নিবেন তিনি।
ক্রিকেটের নতুন এই ফরম্যাটেও অংশ নিতে চান ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। এতে ক্রিকেটে তেমন কোন পরিবর্তন আসবে বলে মনে করছেন না প্রোটিয়া সাবেক এই অধিনায়ক।
'নতুন ফরম্যাট পরীক্ষা করা ভুল কিছু নয়। এটা অনেক বড় পরিবর্তন নয় কিন্তু আলাদা কিছু। এই পরীক্ষাটি চালানটি ভালো এবং এক থেকে দুই বছরের মধ্যে আমরা দেখতে পাব কি ঘটতে যাচ্ছে।'