মোমেন্টামের অপেক্ষায় রংপুর

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসরে হার দিয়ে শুরু করেছিলো বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। পরের দুই ম্যাচ জয়ের পরে আবারও টানা তিন ম্যাচে হেরেছে দলটি। বুধবার সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচের পর জানা গেল, নিজেদের মোমেন্টাম ফিরে পেতে উদগ্রীব দলটি।
বিপিএলে ছয় ম্যাচে মাত্র দুই জয় নিয়ে ইতিমধ্যেই পয়েন্ট তালিকার নিচের দিকে (পঞ্চম) আছে তাঁরা। বুধবারের ম্যাচ শেষে পেসার শফিউল ইসলাম রংপুরের হয়ে জানান,

'আসলে টি-টুয়েন্টি ম্যাচ তো। খারাপ হতেই পারে। একটি ম্যাচ জিতে গেলে আবার মোমেন্টাম চলে আসবে। তো ঐ একটি ম্যাচের অপেক্ষা করতে হবে।'
একইসঙ্গে শেষ কয়েকটি ম্যাচের বাজ?? সময়ও ভুলে যেতে যান শফিউলসহ রংপুরের বাকী ক্রিকেটাররা। শফিউল আরও জানান,
'সবাই তো আসলে জেতার জন্যই মাঠে নামে। এই ম্যাচ কি হয়েছে সেটা ভুলে গিয়ে পরের ম্যাচের প্রস্তুতি নেওয়াই ভালো। খারাপ বিষয়গুলো ভুলে যাওয়াই ভালো। আশাকরি সামনের ম্যাচগুলো ভালো হবে। সবাই তাহলে মোমেন্টাম ধরতে পারবে।
উল্লেখ্য, বিপিএলে আরও ছয়টি ম্যাচ বাকী আছে রংপুরের। এই ম্যাচগুলোতে ভালো খেলেই প্লে অফের আশা টিকিয়ে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।