গেইলের কাছে রংপুরের চাওয়া

ছবি: ক্রিস গেইল

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট সিক্সার্সের বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৭ রানের ব্যবধানে হেরেছে রংপুর রাইডার্স। বিশেষ করে ক্রিস গেইলের অফ ফর্ম চিন্তায় ফেলে দিয়েছে রংপুরের টিম ম্যানেজমেন্টকে।
সিলেটের বিপক্ষে ম্যাচ হারের পর রংপুরের পেসার শফিউল ইসলাম জানিয়েছেন, বড় টার্গেটের এই ম্যাচে গেইলের দানবীয় ব্যাটিং মিস করেছেন তারা। তবে দ্রুতই এই তারকা রানে ফিরবেন বলে বিশ্বাস তাঁর।

'ক্রিস গেইলের মতো ব্যাটসম্যান আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সব বড় সংগ্রহের ম্যাচে তাঁর রান অবশ্যই আমরা মিস করছি। আশা করছি খুব দ্রুতই রানে ফিরবে সে।'
সিলেটের বিপক্ষে গেইল আউট হয়েছেন মাত্র ৭ বলে ৭ রান করে। তাঁর আগের তিনটি ইনিংস ছিল ১, ৮, ২৩ রানের। বোঝাই যাচ্ছে ব্যাট হাতে ফর্মে নেই এই ক্যারিবিয়ান তারকা।
অনেকেই মনে করেন বাংলাদেশের উইকেটে মানিয়ে নিতে পারছেন না গেইল। তবে শফিউল সেই ধারণা উড়িয়ে দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশের এমন উইকেটে গেইলের খেলার অভিজ্ঞতার কথা।
'বাংলাদেশে এরকম উইকেটে সে আরও খেলে গেছে। আসলে হয়ত হচ্ছে না। অনেক সময় ফর্ম থাকে না। আশা করি পরের ম্যাচগুলোতে সে ভালো খেলবে।'