promotional_ad

বিপিএলে ওয়ার্নারের সব্যসাচী ব্যাটিং!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপিএলে দুই হাতেই ব্যাটিং করেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার! বাঁহাতি এই ব্যাটসম্যানকে রংপুর রাইডার্সের বিপক্ষে ডানহাতে ব্যাটিং করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে দুই হাতেই দুর্দান্ত ছিলেন তিনি।


ইনিংসের ১৯তম ওভারে রংপুরের বোলার ক্রিস গেইলের বিপক্ষে ডানহাতে ব্যাটিং করেন ওয়ার্নার। গেইলের সেই ওভারের প্রথম বলে দুই রান নেয়ার পর দ্বিতীয় এবং তৃতীয় বলটিতে কোন রান নিতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান ওয়ার্নার।



promotional_ad

পরবর্তীতে আম্পায়ারের সাথে আলাপ করে পরের তিন বল ডানহাতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। অবাক চোখে ওয়ার্নারের ডানহাতি ব্যাটিং দেখেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে থাকা প্রতিটি মানুষ।


ডানহাতে ব্যাটিং করে গেইলের করা চতুর্থ বলটি স্ট্রেইট শট করে ছক্কা হাঁকান ওয়ার্নার। পরের বল ফুলটস বানিয়ে সুইপ করে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে চার বানান তিনি। শেষ বলে রিভার্স সুইপ করে শর্ট থার্ডম্যানকে পরাস্ত করে চার বানান ওয়ার্নার।


গেইলের সেই ওভারে ১৬ রান সংগ্রহ করেন সিলেটের অধিনায়ক। যার মাঝে ১৪ রান নিয়েছেন ডানহাতে ব্যাটিং করে। অফ স্পিনার ক্রিস গেইলের স্পিনের সঙ্গে খেলার জন্যই এই ডানহাতে ব্যাট করেছেন তিনি।



ওয়ার্নারের জন্য অবশ্য ডানহাতি ব্যাটিং নতুন কিছু না। ব্যাটিং অনুশীলনে মজা করেই প্রায়ই ডানহাতে ব্যাট করে থাকেন তিনি। রংপুরের বিপক্ষে প্রথমবারের মত কোনো প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে ডানহাতে ব্যাট করলেন তিনি। 


ব্যাটিং ইনিংস শেষে ওয়ার্নার অপরাজিত ছিলেন ৬১ রানে। যার জন্য বল মোকাবেলা করেছেন ৩১টি। ছয়টি চার এবং দুটি ছয়ে সাজানো ছিল ওয়ার্নারের ইনিংস। নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেটে ১৮৭ সংগ্রহ করেছে সিলেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball