promotional_ad

'চ্যালেঞ্জিং হবে ইংল্যান্ড সিরিজ'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঘরের মাঠে সিরিজ হলেও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভালোই বেগ পেতে হবে টাইগার যুবাদের। সিরিজটি ভালোই প্রতিযোগিতামূলক হবে, বিশ্বাস যুবাদের বোলিং কোচ চম্পকা রামানায়েকের।


তাই নিজেদের সামর্থ্যে নির্ভর করেই মাঠের লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে। রামানায়েকে চাইছেন, ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে দলের ক্রিকেটাররা নিজের সক্ষমতায় ভরসা রাখুক।



promotional_ad

'ইংল্যান্ড ভালো একটি দল। তাদের জন্য কাজটি কিছুটা কঠিন হবে কারণ তারা উপমহাদেশে খেলবে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে আপনি প্রতিপক্ষের সবাইকে চিনবেন না। তাই আপনাকে নিজের সামর্থ্য এবং সক্ষমতার উপর নির্ভর করতে হবে।


'আমি শুধুই তাঁদেরকে সাহায্য করছি। আমার কাজ দেশের তরুণ বোলারদের সাহায্য করা। তারা সকলেই ভালো যারা অনূর্ধ্ব-১৯ দলে খেলে। আন্তর্জাতিক কোন দলের বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। তারা ভালো অবস্থানে আছে। দেখা যাক কি হয়,' বুধবার সাংবাদিকদের বলেছেন অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ চম্পকা রামানায়েকে।


তবে ঘরের মাঠে খেলা হলেও উইকেট সম্পর্কে কোন ধারণা নেই যুবাদের। তবে রামানায়েকে আশা করছেন, ভালো উইকেটেই খেলা হবে আসন্ন এই সিরিজটি।



'অবশ্যই, আপনি ঘরের মাঠের সুবিধা নিতে চাইবেন। কিন্তু আমরা জানি না উইকেট কেমন আচরণ করবে। আমি কিছুটা নিশ্চিত ভালো উইকেটেই খেলা হবে। অনূর্ধ্ব-১৯ দলে জয়-পরাজয় তেমন গুরুত্বপূর্ণ নয়।'


ইংলিশ যুবাদের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ সহ তিনটি ওয়ানডে এবং একটি টি টুয়েন্টি ম্যাচ খেলবে টাইগার যুবারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball