promotional_ad

ভাগ্যবান আমরাঃ বাটলার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজ, অনেক গুরুত্বপূর্ণ একটি বছর ইংল্যান্ড ক্রিকেটের জন্য। এমন একটি সময়ে ইংল্যান্ড দলের সাথে থাকায় নিজেদের ভাগ্যবান মনে করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার সহ দলের সকলে।


এখন অবধি একবারও ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ঘরে নেয়া হয়নি ইংলিশদের। ৩০ মে থেকে শুরু হতে যাওয়া আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্ট এবার ঘরের মাঠে। চেনা কন্ডিশনে খেলে বিশ্বকাপ ঘরে তোলার এ রকম সুযোগ একদমই হাতছাড়া করতে চাইবে না ইংলিশরা।



promotional_ad

বিশ্বকাপের পরই শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ। একের পর এক বড় সব ক্রিকেট আসর এ বছর ঘরের মাঠে আয়োজন করতে যাচ্ছে ইংলিশরা। বছরটি স্বভাবতই তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 


'এটা অনেক বড় সুযোগ এবং আমরা ইংল্যান্ড ক্রিকেটের এই রোমাঞ্চিত সময়ের অংশ হতে চাই। আমরা সকলেই অনেক ভাগ্যবান ইংল্যান্ড ক্রিকেটের এমন একটি সময়ের অংশ হতে পেরে,' বলেছেন বাটলার।


তবে ইংল্যান্ড ক্রিকেটের জন্য ২০১৯ সাল অনেক মূল্য বহন করলেও আপাতত বর্তমান নিয়েই থাকতে চাইছেন ইংলিশ ক্রিকেটাররা। কারণ ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে বর্তমানকে হারাবেন তারা, জানেন সকলে। তাই সামনের ফলাফলের জন্য নিজেদের বর্তমানের জন্য প্রস্তুত করছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। 



'বছরটি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বর্তমানে বেশি মনযোগী হতে চাই। কারণ আমরা জানি ক্রিকেটের মুহূর্তগুলো খুব দ্রুতই পরিবর্তন হয়ে যায়। সকলেই কিছু ভালো মুহূর্তের জন্য অপেক্ষা করছে কিন্তু ফলাফল নিজেরদের অনুকূলে পেতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প কিছুই নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball