মাঠেই মৃত্যু তরুণ ক্রিকেটারের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট মাঠেই মৃত্যু ঘটে ভারতের পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার অনিকেত শর্মার। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ২১ বছর বয়সী এই তরুণ।
প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালে অনুশীলন করতে ক্লাব মাঠে নেমেছিলেন অনিকেত। সকাল ১১টা থেকে পার্ক মাঠে অনুশীলন করছিলেন অনিকেত ও তাঁর সতীর্থেরা। শরীর চাঙ্গা করার উদ্দেশ্যে ফুটবল খেলা শুরু করেন দলের ক্রিকেটাররা।

সে সময় হঠাৎ মাঠ মুখ থুবড়ে পড়েন অনিকেত। সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্ত অনুযায়ী, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বাঁহাতি ব্যাটসম্যানের। ময়না-তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাচ্ছে না।
তবে ঘটনার সময় অনিকেতের পাশেই ছিলেন সতীর্থ বিপ্লব রায় চৌধুরী। অনিকেতের মৃত্যু সম্পর্কে তিনি বলেন, 'হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেল ও। ভেবেছি, মজা করছে। কিন্তু দু-তিনবার ডাকার পরেও সাড়াশব্দ পাওয়া যায়নি। দেখি, চোখ উল্টে গিয়েছে। তখনই অ্যাপ ক্যাব ডেকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু বাঁচাতে পারলাম না।'
পরিবার সূত্রে জানানো হয়েছে, শরীরে কোনও সমস্যা ছিল না অনিকেতের। ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল অনিকেতের। সেই স্বপ্ন রূপায়ণের তাগিদে পাঁচ বছর আগে কোচ সুশীল সিকাড়িয়ার সঙ্গে কলকাতায় আসা।
অনিকেতের কোচ সুশীলবাবু বিশ্বাসই করতে পারছেন না এমন মৃত্যু। তাঁর ভাষায়, 'এক জন ক্রিকেটারের যে এ ভাবে মৃত্যু হতে পারে, তা ভাবতেই পারি না।'