promotional_ad

'শুধুই রান প্রয়োজন শান্তর'

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ব্যাট হাতে বিপিএলে এখন পর্যন্ত ব্যর্থ খুলনা টাইটান্সের তরুণ ক্রিকেটার নাজমুল হাসান শান্ত। দলের কোচ থেকে শুরু করে সবার কাছেই প্রতিভাবান ক্রিকেটার এই তরুণ। ভেতরে প্রতিভা যতই থাকুক মাঠে রান করেই নিজেকে প্রমাণ করতে হবে তাঁকে। 


দৃঢ় প্রতিজ্ঞ হয়েই নিজের অনুশীলন করে থাকেন বাঁহাতি ব্যাটসম্যান শান্ত। সবকিছুই নিখুঁত তাঁর, শুধু ম্যাচে রান পাচ্ছেন না এই তরুণ। তবে তাঁর প্রতি বিশ্বাস হারাচ্ছেন না খুলনার উপদেষ্টা এবং জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।



promotional_ad

'সে রান করছে না সেটাই, আর কিছু না। আমার মনে হয় সে সবকিছুই ঠিকভাবে করে। আমরা যখন অনুশীলন করি তখন সবকিছু সে ঠিকমতো করে, যার জন্য সব কোচরাই ওকে নিয়ে কথা বলে থাকেন। যে কোচই আসুক না কেন সবার আগে শান্তকে নিয়েই বলেন যে সে একজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার।


'তবে ওকে রান করতে হবে। আপনি যতই প্রতিশ্রুতিশীল হন, তবে ম্যাচে যদি রান না করেন তাহলে সবার জন্যই মুশকিল। ওকে আমরা সুযোগ দিচ্ছি। আশা করছি অবশ্যই ও রান করবে। কারণ ওর কোনও কিছু নিয়েই সমস্যা নেই, শুরু রান করা ছাড়া। আশা করছি সে রান করা শুরু করবে,' বুধবার সিলেটে সাংবাদিকদের বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বাশার।


টাইটান্সের হয়ে এবারের আসরে চারটি ম্যাচ খেলেছেন ২০ বছর বয়সী শান্ত। যেখানে তাঁর রান সংখ্যা যথাক্রমে ১, ১৩, ৬, ১১। নিজেকে একদমই মেলে ধরতে পারছেন না বাঁহাতি এই ব্যাটসম্যান।



জাতীয় দলের হয়ে ২০১৭ সালে টেস্ট এবং ২০১৮ সালে ওয়ানডে অভিষেক হয়েছিল শান্তর। জাতীয় দলের হয়েও সফল নন তিনি। সুযোগ পেয়েও লুফে নিতে পারেননি এই ব্যাটসম্যান।


তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত শান্ত। ৩৫টি প্রথম শ্রেণীর ম্যাচে দুই হাজারেরও বেশি রান আছে তাঁর। যেখানে ছয়টি শতক এবং ১০টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। লিস্ট 'এ' ক্রিকেটেও দুই হাজারের বেশি রান আছে শান্তর নামের পাশে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball