আজ থেকেই সিলেটে চালু হচ্ছে ডিআরএস
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ডিসিশান রিভিউ সিস্টেম (ডিআরএস) কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। সিলেট পর্বের প্রথম দিন ডিআরএস ছাড়া খেলা হলেও বুধবার থেকে চালু হচ্ছে এই প্রযুক্তি, জানিয়েছেন খুলনা টাইটান্সের উপদেষ্টা এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
বিতর্কিত সিদ্ধান্তে ডিআরএস খুব নিখুঁত ফলাফল দেয় বিধায় প্রথমবারের মতো এবার বিপিএলে ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি। প্রথম দিকে অসম্পূর্ণ থাকলেও ঢাকা পর্বে শুরু থেকেই ব্যবহার করা হয়েছিল ডিআরএস। কিন্তু সিলেটে এসে প্রথম দিন ডিআরএস না থাকা অবাক করেছে অনেককেই।

সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাই ঢাকা ডায়নামাইটস এবং রাজশাহী কিংসের ম্যাচ থেকেই চালু করা হবে এই প্রযুক্তি। বাশারের ভাষায়,
'ডিআরএস ছাড়াও আমরা খেলেছি এবং ডিআরএস সহও খেলেছি। আমার মনে হয় এটা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অনেক বড় পার্থক্য গড়ে দেয়। যতটুকু জানি আজ থেকে ডিআরএস চালু হয়ে যাবে।'
বিপিএলের ষষ্ঠ আসরের শুরুর দিকে অসম্পূর্ণ ছিল প্রথমবারের মতো বিপিএলে ব্যবহার করা ডিসিশান রিভিউ সিস্টেম (ডিআরএস)। স্নিকোমিটার না থাকায় অনেক বিতর্কের জন্ম হয়েছিল সে সময়। শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে ডিআরএস পদ্ধতি।
কিন্তু সেই পদ্ধতি ব্যবহার করা হয়নি সিলেট পর্বের প্রথম দিন। যার ফলে আম্পায়াদের বিভিন্ন সিদ্ধান্তে নাখোশ দেখা গেছে প্রথম দিনে মাঠে নামা দলগুলোকে।