সিলেটের উইকেট তিন দিনের ম্যাচেরঃ কাপালি

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেটের উইকেট টি-টুয়েন্টির জন্য একদমই উপযুক্ত মনে হয়নি সিলেট সিক্সার্সের ক্রিকেটার অলক কাপালি। দীর্ঘ পরিসরের ক্রিকেটের উইকেট যেমন, সেরকম ছিল সিলেটের উইকেট।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে কাপালির দল মাত্র ৬৮ রানে অলআউট হয়েছে। যেখানে দুই অংকের ঘরে যাওয়া একমাত্র ব্যাটসম্যান ছিলেন তিনি। ৩১ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

তবে দলের ব্যাটসম্যানদের তুলনায় নিজে ভালো খেললেও ব্যাটিং করতে অনেক বেগ পেতে হয়েছে কাপালিকে। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে উইকেট নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন কাপালি।
'আমরা আগেই আলাপ করেছিলাম, গত বছর যেমন হয়েছিল ফ্ল্যাট, আমরা যেভাবে প্ল্যান করে এসেছিলাম সেরকম না। আমার কাছে টি-টোয়েন্টির জন্য উপযুক্ত নয়। আসলে উইকেটে যেমন টার্ন করছে,তাতে মনে হচ্ছে তিন দিনের ম্যাচ খেলছি,' মঙ্গলবার ম্যাচ শেষে বলেছেন কাপালি।
মাত্র ৬৯ রানের লক্ষ্যে পৌঁছাতে প্রথমে কিছুটা চাপে পড়তে হয়েছে কুমিল্লাকেও। দলীয় ১০ রানেই তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে বসেছিল কুমিল্লা।
অধিনায়ক ইমরুল কায়েস এবং শামসুর রহমান শুভর জুটিতে ১১.১ ওভারে জয়ে নিয়ে মাঠ ছেড়েছে কুমিল্লা। তবে উইকেটের ব্যবহারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে দুই দলকেই