promotional_ad

তামিমের চোখে যোগ্য ইমরুল

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নতুন অধিনায়ক ইমরুল কায়েস নিজের দায়িত্ব খুবই ভালোভাবে পালন করছে। কুমিল্লার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের পর ইমরুলকে দলের দায়িত্ব অর্পণ করার পদক্ষেপটি ভালো লেগেছে দলের অ??্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালের।


বিপিএলে প্রথমবার অধিনায়কত্ব করলেও নেতৃত্বে নিজের সামর্থ্য দেখাচ্ছেন ইমরুল। তাঁর অধীনে খেলা তিন ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে কুমিল্লা, মনে করিয়ে দিয়েছেন তামিম। দেশীয় ক্রিকেটারদের সামনে থেকে নেতৃত্ব দেয়ার সুযোগ করে দেয়ার সন্তুষ্টি প্রকাশ করেছেন তামিম।



promotional_ad

'অবশ্যই সে অনেকটা সবার সাথে সম্পৃক্ত। সে ভালোই করছে। তিনটা ম্যাচ অধিনায়কত্ব করেছে। দুইটা আমরা জিতেছি। বিপিএলের মত টুর্নামেন্টে স্থানীয়দের সুযোগ করে দেয়া উচিত। ইমরুল হয়তো এত বড় মঞ্চে প্রথম অধিনায়কত্ব করছে।


'এই অভিজ্ঞতা তাঁকে অনেক সাহায্য করবে। ফ্র্যাঞ্জাইজি ভালো করেছে স্মিথ যাওয়ার পর ইমরুলকে দায়িত্ব দিয়ে। আমি মনে করি সে ভালোই করছে,' ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন তামিম।


হাতের ইনজুরিতে পড়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা কুমিল্লার সাবেক অধিনায়ক স্মিথ। তাঁর অধীনে কুমিল্লা দুইটি ম্যাচ খেলেছিল, যেখানে তাদের জয় এসেছে একটিতে।



স্মিথের পর অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে দলকে জয়ী করার গুরু দায়িত্ব ভালোভাবেই পালন করছেন ইমরুল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball