promotional_ad

রান না পেলেও চলবে তামিমের

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপিএলের এবারের আসরে বাজেভাবেই রান খরায় ভুগছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। শেষ দুই ম্যাচেই সম্পূর্ণ শূন্য হাতে ফিরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম। তবে নিজের এই পারফর্মেন্স নিয়ে মোটেই চিন্তিত নন দেশ সেরা এই বাঁহাতি ব্যাটসম্যান।


আসরে কুমিল্লার সব'কটি ম্যাচেই খেলেছেন তামিম। পাঁচ ম্যাচ খেলা তামিমের রান যথাক্রমে ৩৫, ৪, ২১, ০, ০। হতাশাজনক বটে, তবে সামনেও রান না পেলে একটুও ভেঙ্গে পড়বেন না ২৯ বছর বয়সী তামিম। তবে দলের প্রয়োজনে নিজের সেরা পারফর্মেন্সটা দিতে না পারছেন না বিধায় কিছুটা মনঃক্ষুণ্ণ তিনি।



promotional_ad

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম অভিজ্ঞ দেশি ক্রিকেটার তামিম বলেন, 'আমার ব্যাটিং একদমই ভালো হচ্ছে না। আর রান করলে আমি খুব একটা বেশি চিন্তিত হই না। সামনের ম্যাচেও যদি রান না হয় তাহলে আমি হতাশ হব না।


'কিন্তু আমি খুব ভালো অনুভব করছি না। কিন্তু আপনাকে মেনে নিতে হবে, সবসময় সবকিছু আপনার পক্ষে যাবে না। আপনি সবসময় রান করতেই থাকবেন, যেটা আমি করে এসেছি গত কয়েক বছর ধরে। কিছু সময় আসবে যখন আমি রান পাবো না। এটা নিয়ে খুব বেশি চিন্তিত না।'


নিজের উপর পুরোপুরি বিশ্বাস আছে তামিমের। কিভাবে নিজের ভেতর থেকে সেরা ফর্মটা বের করে আনতে হয় জানেন তিনি। তাঁর ভাষায়, 'আমি জানি কিভাবে এমন অবস্থা থেকে ফিরতে হয়। আমি চেষ্টা করব, কঠোর পরিশ্রম করব। আমি অনেকটাই নিশ্চিত, আমার ভেতর একটা ইনিংস আছে যেটায় সব কিছু বদলে যাবে।



বাংলাদেশের হয়ে ৫৬ টেস্ট, ১৮৬ ওয়ানডে এবং ৭৫ টি-টুয়েন্টি ম্যাচে এগারো হাজারেরও বেশি রান করা অভিজ্ঞ তামিম স্বভাবতই অনেক বেশি আত্মবিশ্বাসী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball