ম্যাচ জিতলেও দুশ্চিন্তায় রিয়াদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকার মাঠে কোন জয় না পেলেও সিলেটে গিয়ে ভাগ্য পরিবর্তন হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্সের। রাজশাহী কিংসের বিপক্ষে ২৫ রানের জয় পেলেও দলের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় আছেন এই অধিনায়ক।
অধিনায়ক মনে করছেন, তাঁর দলের ব্যাটসম্যানরা নিজেদেরকে পুরোপুরি ভাবে মেলে ধরতে পারছেন না। তাই জয় পেলেও ব্যাটিং নিয়ে কাজ চালিয়ে যাবে তাঁর দল।

সেই সঙ্গে আজকের ম্যাচে জয় তাঁদেরকে খানিকটা হলেও চাপমুক্ত করেছে। ১০ রান দিয়ে ৩ উইকেট নেয়া ম্যাচ সেরা তাইজুল ইসলামকে তাঁর বোলিংয়ের জন্য প্রশংসায় ভাসিয়েছেন এই অধিনায়ক। রিয়াদ জানান,
'টানা চার ম্যাচে হেরেছিলাম, বাড়তি চাপ ছিল আমাদের উপর। আজকের ম্যাচের জয় সেই চাপ কিছুটা হলেও কমিয়েছে। তবে দলের ব্যাটিং ভাবনায় ফেলছে আমাদের।
'ব্যাটসম্যানরা নিজেদেরকে পুরোপুরি ভাবে মেলে ধরতে পারছেন না। তাই ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে আমাদের। তাইজুল এবং দলের বাকি বোলাররা দারুণ বোলিং করেছে।'
রাজশাহী কিংসের বিপক্ষে এবারের আসরে প্রথম দেখায় ৭ উইকেটে হেরেছিল খুলনা টাইটান্স। সিলেটের মাঠে এই জয় আসরের বাকি ম্যাচগুলোর জন্য কিছুটা হলেও আত্মবিশ্বাস দিবে।