promotional_ad

পাওয়ার প্লে'তেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিঃ মিরাজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে বসেছিল রাজশাহী কিংস। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়া রাজশাহী ১২৯ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমেও ২৫ রানে হেরেছে। অধিনায়ক মিরাজ মনে করছেন, পাওয়ার প্লে'তেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তাঁরা।


দলের ব্যাটম্যানরা আসরে এখন পর্যন্ত রান না পাওয়ায় দুশ্চিন্তায় আছেন মিরাজ। তবে তিনি আশাবাদী পরের ম্যাচে দলের ব্যাটম্যানরা অবদান রাখতে সক্ষম হবে।


promotional_ad

খুলনাকে ১২৮ রানের মধ্যে আটকে দেয়ার জন্য দলের বোলারদের কৃতিত্ব দিচ্ছেন মিরাজ। খুলনার স্পিনার তাইজুল ইসলামকে প্রশংসায় ভাসিয়েছেন এই তরুণ। মিরাজ জানান,


'উইকেট স্লো হলেও, ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তাঁদের স্পিনাররা ভালো বোলিং করেছে, বিশেষ করে তাইজুল। পাওয়ার প্লে'তেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলাম আসলে।


'আমার দলের বোলাররা অনেক ভালো বোলিং করেছে, তাঁদের অল্প রানেই আটকে দিয়েছে। কিন্তু চিন্তার বিষয় দলের ব্যাটসম্যানরা রান পাচ্ছেনা। আশা করছি পরের ম্যাচ থেকে ব্যাটসম্যানরা অবদান রাখবেন।'


রাজশাহীর সামনে সুযোগ ছিল এই ম্যাচে সহজ জয় তুলে নিয়ে আসরে তৃতীয় জয় পাওয়ার। কিন্তু খুলনার দারুণ বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁদের। রাজশাহীর পরাজয়ে আসরে প্রথমবারের মত জয়ের মুখ দেখলো খুলনা।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball