স্মিথের বিকল্প খুঁজছে রাজস্থান!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্টিভ স্মিথের বিকল্প খুঁজছে তাঁর আইপিএলের দল রাজস্থান রয়্যালস। ভারতের শীর্ষ স্থানীয় গণমাধ্যম মুম্বাই মিরর এ খবর জানিয়েছে। নিষেধাজ্ঞার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে খেলা হয়নি স্মিথের।
এবারের আসরে তাঁর খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। স্মিথ বিপিএলের আসর খেলতে বাংলাদেশে এসেছিলেন। তবে, দুই ম্যাচ খেলেই কুনুইয়ের চোটে তাকে দেশে ফিরতে হয়েছে। এবার অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে।

ধারণা করা হচ্ছে লম্বা সময় তাকে ক্রিকেটের বাইরে থাকতে হবে। ফলে, এবার বাধ্য হয়েই তাঁর বিকল্প খুঁজতে হচ্ছে। গত আসরে দলটির হয়ে না খেললেও, এবারের আসরের আগে স্মিথকে ধরে রেখেছিল তারা।
স্মিথ মাঠে ফিরতে ফিরতে আইপিএলের অর্ধেকের বেশি খেলা শেষ হয়ে যাবে। এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন স্মিথ।
'ডান কনুইয়ের লিগমেন্ট মেরামতের জন্য মঙ্গলবার স্টিভ স্মিথের অস্ত্রোপচার করতে হচ্ছে। সে আশা করছে পুরনর্বাসনের আগে ছয় সপ্তাহের জন্য ব্যান্ডেজ ঝুলিয়ে রাখতে হবে। সবশেষে শুরু হবে মাঠে ফেরার প্রক্রিয়া। এরপরই বলা যাবে, কবে মাঠে ফিরতে পারবে সে।’
অস্ত্রোপচারের পর স্মিথের ৬ সপ্তাহ সময় লাগবে পুনর্বাসনের জন্য। সুতরাং, তাঁর বিপিএল-আইপিএল তো বটেই তাঁর বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।