দলের সঙ্গে নেই নাসির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা পর্ব শেষে মঙ্গলবার সিলেট পর্ব শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ঘরের মাঠে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সিক্সার্স মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সিলেট পর্বে খেলতে দলের সঙ্গে আসেননি সিলেট সিক্সার্সের গত আসরের অধিনায়ক নাসির হোসেন।
মূলত অফ ফর্মে থাকার কারণেই তাকে দলের সঙ্গে আনেনি সিলেট সিক্সার্স। এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলেছেন নাসির। দুই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। ফলে, সিলেট পর্বে তাকে সাইডলাইনেই বসে থাকতে হত। তাই তাকে কয়েকদিনের বিশ্রাম দিয়ে ঢাকায় রেখে এসেছে তারা।

সংবাদ মাধ্যমে সাথে আলাপকালে সিলেট সিক্সার্সের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম একথা নিশ্চিত করেছেন। নাসিরকে সাইড লাইনে বসিয়ে রাখা দৃষ্টিকটু দেখায় বিধায় তাকে ঢাকায় রেখে আসা হয়েছে বলে জানালেন তিনি।
‘আপনারা জানেন নাসির কদিন আগে চোট থেকে ফিরেছে। মানিয়ে নিতে তার সময় লাগা খুব স্বাভাবিক। এখন সে যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাঁকে একাদশে অন্তর্ভুক্ত করা কঠিন হয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্টের। আর একাদশে না থাকলে সাইডবেঞ্চে থাকতে হবে।
এ মানের একজন খেলোয়াড় সাইডবেঞ্চে বসে থাকাটা তাঁর জন্য যেমন অস্বস্তির, দলের জন্যও। আমরা একটু সময় দিচ্ছি। সে যেন নিজেকে সময় দেয়। আবার আমরা যখন ঢাকায় ফিরব সে দলে যোগ দেবে।’
দলের এই সিদ্ধান্তের পর নাসিরও কোনো আপত্তি করেননি বলে জানিয়েছেন দলটির এই মিডিয়া ম্যানেজার। ‘সে কোনো আপত্তি করেনি। সে নিজেও বুঝেছে একটা বিরতি দরকার। আর আপত্তি তখনই জানানো যায় যখন আপনি শক্ত অবস্থানে থাকবেন।’