বিপিএলে একচেটিয়া রাজত্ব ডায়নামাইটসের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ হল বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্রথম পর্ব। সিলেটে দ্বিতীয় পর্ব শুরুর আগে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। আসরে চারটি ম্যাচ খেলে চারটি ম্যাচেই জিতেছে তাঁরা।
ঢাকার মতো চারটি করে ম্যাচ খেলেছে চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রাজশাহী কিংস এবং খুলনা টাইটান্স। এক ম্যাচ বেশি খেলেছে রংপুর রাইডার্স। সিলেট পর্বের আগে সিলেট সিক্সার্স খেলেছে সবচেয়ে কম, তিনটি ম্যাচ।

সাত দলের মধ্যে নেট রান রেটও সবচেয়ে বেশি ঢাকার, ২.৭৭৫। তাঁদের মোট পয়েন্ট আট। দুই পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস।
চার ম্যাচের তিনটিতে জিতেছে তাঁরা। মাশরাফি বিন মর্তুজার রংপুর, ইমরুল কায়েসের কুমিল্লা এবং মেহেদি হাসান মিরাজের রাজশাহী জিতেছে দুই ম্যাচ করে। সমান চার পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসেবে যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে তিনটি দল।
তিন ম্যাচের দুটিতেই হেরেছে ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স। তালিকায় ষষ্ঠ স্থানে আছে দলটি। তবে সবচেয়ে হতাশাজনক পারফর্মেন্স করেছে খুলনা টাইটান্স।
মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি এখন পর্যন্ত খেলা নিজেদের চার ম্যাচেই হেরে গিয়েছে। পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান তাঁদের।