বিপিএলে দেশীয় পেসারদের জয়জয়কার

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রাজত্ব করছেন দেশীয় পেসাররা। সেরা পাঁচ উইকেট শিকারির তালিকায় চারজনই জাতীয় দলে খেলা পেসার!
বিপিএলের প্রথম পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে আছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৫.৭০ ইকোনমি রেটে দশটি উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ফিগার ১১ রান খরচায় চার উইকেট।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন চিটাগং ভাইকিংসের পেস অলরাউন্ডার রবার্ট ফ্রাইলিঙ্ক। চার ম্যাচে ৭.৫৬ ইকোনমি রেটে তাঁর শিকার নয়টি উইকেট। সেরা বোলিং ফিগার ১৪ রান খরচায় চার উইকেট।
চার ম্যাচ খেলে ফ্রাইলিঙ্কের সমান উইকেট নিয়ে তালিকায় তিনে আছেন রংপুরের আরেক পেসার শফিউল ইসলাম। তাঁর ইকোনমি রেট ৭.৭৩। সেরা বোলিং ফিগার ৩৫ রান খরচায় তিন উইকেট।
চতুর্থ স্থানে আছেন কুমিলা ভিক্টোরিয়ান্সের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন (সাত উইকেট)। চার ম্যাচ খেলে তাঁর ইকোনমি রেট ৭.৮১। সেরা বোলিং ফিগার ৪৫ রান খরচায় তিন উইকেট।
সাইফুদ্দিনের সমান সংখ্যক উইকেট শিকার মাত্র তিন ম্যাচ খেলেই করেছেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ। ইকোনমি রেট আট ছাড়িয়েছে তাঁর (৮.০৮)। সেরা বোলিং ফিগার ২৮ রান খরচায় চার উইকেট।
উল্লেখ্য, এখন পর্যন্ত সেরা দশ উইকেট শিকারির তালিকায় নয় জনই বাংলাদেশি। সেরা পাঁচের নিচে যথাক্রমে সাকিব আল হাসান (সাতটি), রুবেল হোসেন (ছয়টি), ফরহাদ রেজা (ছয়টি), খালেদ আহমেদ ( ছয়টি) এবং আলিস ইসলাম (পাঁচটি) আছেন।