promotional_ad

শীর্ষে রুশো, সেরা পাঁচে মুশফিক-জুনায়েদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রথম পর্ব শেষে রান তালিকার শীর্ষে আছেন রংপুর রাইডার্স ব্যাটসম্যান রাইলি রুশো। রান তালিকার সেরা পাঁচে আছেন চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম এবং খুলনা টাইটান্স ওপেনার জুনায়েদ সিদ্দিকিও।


আসরে রংপুরের খেলা পাঁচটি ম্যাচেই খেলেছেন রুশো। পাঁচ ইনিংসে ব্যাট করে ১১৫ গড় এবং ১৩১.৪২ স্ট্রাইক রেটে ২৩০ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেছেন তিনি। আসরে সর্বোচ্চ সংখ্যক চারও (২০টি) হাঁকিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান।



promotional_ad

তালিকার দ্বিতীয় স্থানে আছেন সিলেট সিক্সার্সের ব্যাটসম্যান নিকোলাস পুরান। আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৮২.৫০ গড় এবং ১৫৭.১৪ স্ট্রাইক রেটে ১৬৫ রান করেছেন তিনি। আসরে সর্বোচ্চ সংখ্যক ছক্কা (১৪টি) হাঁকিয়েছেন এই ক্যারিবিয়ান।


তালিকার তিন নম্বরে আছেন ঢাকা ডায়নামাইটসের ওপেনার হজরতউল্লাহ জাজাই। চার ইনিংসে ৩৫ গড় এবং ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে এই আফগান করেছেন ১৪০ রান। এখন পর্যন্ত দুটো করে ফিফটি হাঁকিয়েছেন রুশো, পুরান এবং জাজাই। 


জাজাইয়ের থেকে এক রান কম করে এর পরের স্থানে আছেন চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিক। চার ইনিংসে ৩৪.৭৫ গড় এবং ১৩৩.৬৫ স্ট্রাইক রেটে ১৩৯ রান করেছেন তিনি। ফিফটি আছে একটি। ইনিংস সর্বোচ্চ রান ৭৫।



রান তালিকার সেরা পাঁচের শেষ স্থানে আছেন খুলনা টাইটান্স ওপেনার জুনায়েদ সিদ্দিকি। মুশফিকের সমান ইনিংস খেলে ১৩৫.৪৪ স্ট্রাইক রেটে ১০৭ রান করেছেন জাতীয় দলের এক সময়ের এই পরিচিত মুখ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball